Home » মেদিনীপুরে লকডাউনে স্কুল বন্ধে পড়াশোনা ছেড়ে নেশা ও চুরিতে আসক্ত বালক, বাগে আনতে শেকল বেঁধে রাখল নিরুপায় বাবা-মা

মেদিনীপুরে লকডাউনে স্কুল বন্ধে পড়াশোনা ছেড়ে নেশা ও চুরিতে আসক্ত বালক, বাগে আনতে শেকল বেঁধে রাখল নিরুপায় বাবা-মা

by Biplabi Sabyasachi
0 comments

School Lockdown

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: লকডাউনে দীর্ঘদিন স্কুল বন্ধে পাল্টেছে ছাত্র-ছাত্রীদের জীবন চিত্র। স্কুলে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলার পাশাপাশি অবনতির চিত্রও উঠে এসেছে। এমনই এক চিত্র উঠে এল মেদিনীপুর শহরের তলকুই এলাকায়। স্কুল বন্ধ থাকায় পড়াশোনা ছেড়ে নেশায় আসক্ত হয়ে পড়ে। এমনকি নেশার টাকা জোগাড় করতে চুরি করাতেও পিছপা হয়নি। ঘটনাটি মেদিনীপুর শহরের তলকুই এলাকায়।

আরও পড়ুন:- সাইকেলে বিনা প্যাডেলে দীর্ঘ পথ অতিক্রম করলেন পশ্চিম মেদিনীপুরের দেবেন, লক্ষ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা

School Lockdown
নিজস্ব চিত্র : লকডাউনে স্কুল বন্ধে পড়াশোনা ছেড়ে নেশা ও চুরিতে আসক্ত বালক, বাগে আনতে শেকল বেঁধে রাখল নিরুপায় বাবা-মা

আরও পড়ুন:- প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে অংশ নিতে দিল্লির উদ্দেশ‍্যে রওনা দিল মহিষাদলের পাপ্পু

ওই এলাকার বাসিন্দা বাবুরাম সরেনের মেজো ছেলে সনাতন সরেন। বাবুরাম মেদিনীপুর পৌরসভার অস্থায়ী শ্রমিক। পরিবারে তিন ছেলে এক মেয়ে। বড় ছেলে শ্রমিকের কাজে নিযুক্ত হয়ে গিয়েছে। মেজো ছেলে সনাতন সরেন সপ্তম শ্রেণীতে পড়তো এলাকার একটি উচ্চ বিদ্যালয়ে। লকডাউনের পরে শিক্ষা ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হয়েছে। তার জেরে বাড়িতে থেকে অসৎ পথে চলে যায় সনাতন। পড়াশোনা ছেড়ে শ্রম জীবন বেছে নেয় সে। সেই কাজে গিয়ে বিভিন্ন রকম নেশায় আসক্ত হয়ে পড়ে। এরপর কাজ না করে নেশায় বুঁদ হয়ে থাকতো প্রায় সময়।

School Lockdown

আরও পড়ুন:- কোভিড আক্রান্তদের বিনামূল্যে টোটো পরিষেবা চালু মেদিনীপুর শহরে

সেই নেশার টাকা যোগাতে ছোটখাটো চুরিতে অভ্যস্ত হয়ে যায়। এমন কাজের একাধিক অভিযোগ আসার পর নিরুপায় বাবা-মা ছেলের হাতে পায়ে গলায় শেকল তালা দিয়ে বেঁধে রেখেছেন গত ৬ দিন ধরে। খবর পেয়ে সেখানে ছুটে গেল স্বেচ্ছাসেবী ও পুলিশ। রবিবার উদ্ধার করে পাঠানো হল পুনর্বাসন কেন্দ্রে। এই বেঁধে রাখার কারন জানাতে গিয়ে বাবুরাম কেঁদে ফেলেন সংবাদমাধ্যমের সামনে। তিনি বলেন, “অনেক চেষ্টা করেছি, আমি নিরুপায়। নেশা শোধরানোর জন্য চিকিৎসা করাতে গেলে ব্রেন খারাপ হয়ে যেতে পারে। তাই বাড়িতে রেখে শুধরানোর চেষ্টা করেছি।”

আরও পড়ুন:- ফের খড়্গপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বছর তেইশের যুবকের, ক্ষোভ এলাকাবাসীর

আরও পড়ুন:- বাড়ছে সংক্রমণ! আগামী সোমবার থেকে ঝাড়গ্রামে ঘোষণা লকডাউন

সনাতনের মা ডগর সরেন বলেন, “নিজেরা অনেক চেষ্টা করেও পারিনি। তাই এই কাজ করতে হয়েছে আমাদের। প্রশাসন যদি সহযোগিতা করে খুব উপকার হবে।” বাধ্য হয়ে পরিবার এই কাজ করেছে বলে জানান প্রতিবেশীরাও। সনাতনকে বেঁধে রাখা হয়েছে জানতে পেরে স্বেচ্ছাসেবী মেদিনীপুর শহরের যুবক ফারুক মল্লিক সেখানে হাজির হয়। পরিবারের সঙ্গে কথা বলে পুলিশের সহযোগিতা নেয় সে। পুলিশ এসে পরিবারের সঙ্গে কথা বলে।

আরও পড়ুন:- মাস্ক ছাড়া বেচাকেনা নয় ! মাইক হাতে মেদিনীপুর শহরে প্রচার পুর প্রশাসকমন্ডলীর চেয়ারম্যানের

ফারুক মল্লিক জানায়, বিষয়টি জানতে পেরে আমি উদ্যোগ নিয়েছিলাম। এবার পুলিশ বিষয়টা দেখছে। শুধরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারকে কাঠগড়ায় তুলেছেন শিক্ষকরা। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির জেলা সম্পাদক উত্তম প্রধান বলেন, সরকার চাইছে ছেলে মেয়েরা শিক্ষা থেকে দূরে সরে বিপথগামী হোক। খেলা, মেলা, ভোট চললেও পঠন পাঠন বন্ধ রেখেছে। ছাত্র-যুব সমাজকে ধ্বংস করতে পাড়ায় পাড়ায় সরকারী অনুমতিতে মদের দোকান খোলা হচ্ছে।

আরও পড়ুন:- সচেতনতার অভাব! পশ্চিম মেদিনীপুরে পাঁচখুরীর হাটে স্বাস্থ্যবিধি না মেনেই চলল বেচাকেনা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

School Lockdown

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.