Home » পুরভোটের আগে মাজারে গিয়ে চাদর চড়ালেন শিশির অধিকারী, শুরু রাজনৈতিক তরজা

পুরভোটের আগে মাজারে গিয়ে চাদর চড়ালেন শিশির অধিকারী, শুরু রাজনৈতিক তরজা

by Biplabi Sabyasachi
0 comments

Municipality Election

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: সামনেই পুরসভা নির্বাচন । আর তার আগে মাজারে গিয়ে চাদর চড়ালেন সাংসদ তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী (Sisir Adhikari)। তবে কি পুরসভা ভোটের প্রচারে নেমে পড়েছেন পড়লেন কাঁথির তৃণমূল কংগ্রেসের সাংসদ শিশির অধিকারী? প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের৷ তবে পড়লেন কাঁথির তৃণমূল কংগ্রেসের সাংসদ শিশির অধিকারী? প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের৷ তবে শুক্রবার কাঁথি শহরের দারুয়া আস্তানা মাজারে যান শিশির। সেখানে চাদর চড়ান তিনি।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূলের ‘গোপন গোষ্ঠী’র হদিশ ! সরব শিউলি

Municipality Election
নিজস্ব চিত্র : মাজারে গিয়ে চাদর চড়ালেন শিশির অধিকারী

আরও পড়ুন:- মেদিনীপুরে কর্মী বৈঠকে ফাঁকা চেয়ার, ক্ষোভ দিলীপ ঘোষের

সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় রাজনৈতিক তরজা। স্থানীয় তৃণমূল শিবিরের প্রশ্ন, এত দিন শুভেন্দু নানা সভা-সমিতিতে সংখ্যালঘুদের উদ্দেশে ‘কটূক্তির বন্যা’ বইয়ে দিয়েছেন, সেখানে মাজারের মতো জায়গায় শুভেন্দু-পিতা হাজির হলেন কেন?আচমকা কাঁথির মাজারে উপস্থিত এলাকার সাংসদ শিশির অধিকারী। পরিচয়ে যিনি রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিতাও বটে। তবে এমন ছবি প্রকাশ্যে আসতেই শিশিরকে আক্রমণ শানিয়েছে তৃণমূল। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘তোষণ’-এর অভিযোগ তুলে বার বার নানা ‘বাক্যবাণ’ এবং ‘বিশেষণ’ ব্যবহার করেন শুভেন্দু।

Municipality Election

আরও পড়ুন:- পঞ্জাবের নামে খারাপ আলু বীজ বিক্রির অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, ক্ষতিগ্রস্ত কৃষকরা

সেই প্রসঙ্গ তুলেই শুভেন্দু-পিতাকে এ বার ‘খোঁটা’ দিল জোড়াফুল শিবির। যদিও, তৃণমূলের এই আক্রমণে ক্ষুব্ধ শিশির। তবে তাঁর এই মাজার পরিদর্শনে রাজনীতির কিছু দেখছে না স্থানীয় বিজেপি। প্রসঙ্গত, খাতায় কলমে শিশিরবাবু এখনও তৃনমূল কংগ্রেসের সাংসদ৷ তবে এবারের বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরে বিজেপির দুটি প্রচার সভায় দেখা গিয়েছিল শিশিরবাবুকে৷ একটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায়৷ অন্যটি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভায়।

আরও পড়ুন:- ছাত্রদের স্কুলমুখী করতে প্রধান বাধা পরীক্ষা না হওয়া, তথ্য উঠে এল পশ্চিম মেদিনীপুরে

সেই প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূলের তরফে বলা হচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত বিধানসভা নির্বাচনের আগে ও পরে রাজ্যের সংখ্যালঘুদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন।কাঁথি এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন বলছেন, ‘‘সামনেই কাঁথি পুরসভার নির্বাচন। তাই ভোট প্রচার করতে বেরিয়ে পড়েছেন উনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে জাতি-ধর্ম নির্বিশেষে থাকার জন্যই বার্তা দিয়েছেন বার বার।

আরও পড়ুন:-‘পাড়ায় পাড়ায় পৌরসভা’ কর্মসূচি মেদিনীপুরে

Municipality Election

কিন্তু ভোটের আগে মুখ্যমন্ত্রীকে যে ভাবে শুভেন্দু আক্রমণ করেছিলেন, সেটা কি শিশিরবাবু ভুলে গিয়েছেন? মুখ্যমন্ত্রীকে কখনও ‘বেগম’, ‘বাংলাদেশের ফুফু’ বলেছেন। এ সব করে ভোট পাওয়া যাবে না।’’ তবে শিবির অধিকারীর বক্তব্য, ‘‘আমি ৬০-৬২ বছর রাজনীতি করছি। আমি কখন মাজারে যাব বা কখন মন্দিরে যাব তা নিয়ে কাউকে কোনও উত্তর দেব না। আমি যখন মাজারে যাই তখন যাঁরা ছিলেন তাঁরা সকলে দেখেছেন। এ নিয়ে কারও কোনও সমীকরণ থাকতে পারে। তবে আমার কোনও মাথাব্যথা নেই।’’

আরও পড়ুন:- একাধিক দাবিতে কৃষক বিক্ষোভ মেদিনীপুরে

আরও পড়ুন:- ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের খেজুরি, বিজেপি-তৃণমূল চাপান-উতোর

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Municipality Election

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.