Home » রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রতারণার শিকার শতাধিক গ্রাহক, ম্যানেজারকে অভিযুক্ত করে দফায় দফায় বিক্ষোভ

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রতারণার শিকার শতাধিক গ্রাহক, ম্যানেজারকে অভিযুক্ত করে দফায় দফায় বিক্ষোভ

by Biplabi Sabyasachi
0 comments

The victim is a bank customer

আরও পড়ুন ঃ-উদ্বোধনের অপেক্ষায় ৪৬৫ কোটি টাকা ব্যয়ে হলদিয়ার মাল্টি মডেল টার্মিনাল

পত্রিকা প্রতিনিধি: ব্যাঙ্ক প্রতারণার শিকার শতাধিক ব্যাঙ্ক গ্রাহক।একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রের ম্যানেজারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে ধুন্ধুমার গ্রাহক সেবা কেন্দ্রে।বৃহস্পতিবার দুপুরে কেশিয়াড়ী ব্লকের ৯ নং গ্রাম পঞ্চায়েতের জুনবলদা এলাকায় কয়েকশ গ্রাহক ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। গ্রাহকদের অভিযোগ, ব্লকের জুনবলদার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রের ম্যানেজার লক্ষাধিক টাকা নয়ছয় করে। নিমাই খিলা নামে গ্রাহক সেবা কেন্দ্রের ম্যানেজার ২০১৬ সাল থেকে গ্রাহক সেবা কেন্দ্র চালাচ্ছেন বলে দাবী গ্রাহকদের। অভিযোগ, বেশ কয়েকমাস ধরে ব্যাঙ্কের পাশবই দিচ্ছিলেন না ওই ম্যানেজার।পাশাপাশি বেশ কয়েকটি ফিক্সড ডিপোজিট সহ একাধিক আর্থিক লেনদেন ভু্য়ো নথি দেওয়া হয়েছে গ্রাহকদের বলে অভিযোগ।

বৃহস্পতিবার সেবা কেন্দ্রে তালা বন্ধ দেখে দুপুর থেকে গ্রাহকরা ভিড় করেন সেবা কেন্দ্রে। দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে গ্রাহকেরা। এরপরেই মূল ব্রাঞ্চ কুকাই ব্যাঙ্কের ম্যানেজার সহ মেদিনীপুর থেকে আধিকারিকেরা ঘটনাস্থলে আসেন। গ্রাহকদের অভিযোগ, ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রে তারা বহুদিন টাকা লেনদেন করে আসছেন। ব্যাঙ্কের ম্যানেজার গ্রাহকদের সাথে প্রতারণা করেছেন। ব্যাঙ্কে সার্টিফিকেট জাল বলে অভিযোগ করেন গ্রাহকেরা। স্থানীয় গ্রাহক শ্রীকান্ত আইচের অভিযোগ, আবাস যোজনার ৬০৫০০ টাকা এসেছে । তোলার জন্য গ্রাহক সেবা কেন্দ্রে টাকা তুলতে আসলে ফিরিয়ে দেওয়া হয়। শাখা খোলার দাবী করেছেন তিনি। কুকাই ব্রাঞ্চের ম্যানেজার প্রতারণার ঘটনার কথা স্বীকার করে নেন।

ম্যানেজারের অভিযোগ, নিমাই খিলা ও তার আর একজন সাথী রাজকুমার শ্যামল সেবা কেন্দ্রে ব্যাঙ্ক বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত। ব্যাঙ্কের সিকিউরিটির সাথে এরা ফ্রড করেছে, ব্যাঙ্কের অফিসিয়াল সাইন ফ্রড করেছে বলে অভিযোগ করেন ম্যানেজার। ব্যাঙ্কের গ্রাহকদের লিখিত আবেদনের ভিত্তিতে আইনত ব্যবস্থা নিয়ে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন ম্যানেজার।যদিও এই ব্যাপারে যোগাযোগ সম্ভব হয়নি মূল অভিযুক্ত নিমাই খিলার সাথে।
তবে টাকা তছরুপ সহ এই ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকেরা।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

The victim is a bank customer

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.