District Magistrate
আরও পড়ুন ঃ–রাস্তায় পড়ে প্লাস্টিকে মোড়া শিশুভ্রুণ, পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ঘটনায় চাঞল্য
পত্রিকা প্রতিনিধি : বেআইনি গাড়ি ধরতে পথে নামলেন খোদ অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুদীপ সরকার। আর তার সঙ্গে থাকলেন জেলা পরিবহন আধিকারিক অমিত দত্ত। তল্লাশি চালিয়ে ২৫ টি গাড়ি ধরেন তাঁরা। যাঁদের উপযুক্ত কাগজপত্র ছিল না। কর বাকি রেখে ঘুরে বেড়ানোয় সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
সরকারি বিধি মেনে রাজস্ব মেটালেই গাড়ি ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। পরবর্তীকালেও এই অভিযান চলবে বলে জানিয়েছে প্রশাসন।আজ, শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) সুদীপ সরকার, আরটিও অমিত দত্ত। তাঁরা লক্ষ্য করেন, বেশ কয়েকটি গাড়িতে অন ডিউটি স্টিকার লাগানো। যা দেখলেই প্রথমে মনে হবে, সরকারি কোনও দফতরের ওই গাড়ি। ফলে সহজে সেই গাড়ি কেউ ধরবে না। এভাবেই চলছিল বেশ। কিন্তু এবার জেলার পদস্থ আধিকারিকরা পথে নামায় বিপাকে পড়েন এভাবে চলতে থাকা গাড়ি চালকেরা। জেলা পরিবহন আধিকারিক অমিত দত্ত বলেন, এদিন অভিযান চালিয়ে ২৫ টি গাড়ি আটক করা হয়েছে। এই তল্লাশি অভিযান চলবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
District Magistrate
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore