Home » Paschim Medinipur : লাঠি হাতে ব্যস্ততম রাজ্যসড়কে চাঁদার জুলুম, রাস্তা অবোরোধ করে প্রতিবাদ ট্রাক চালকদের

Paschim Medinipur : লাঠি হাতে ব্যস্ততম রাজ্যসড়কে চাঁদার জুলুম, রাস্তা অবোরোধ করে প্রতিবাদ ট্রাক চালকদের

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : লাঠি সোঁটা হাতে রাজ্যসড়কের উপর দাঁড়িয়ে একদল যুবক। লরি দাঁড় করিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে কালিপুজোর বিল। অনীহা সত্বেও চালকরা ১০ বা ২০ টাকা দিতে বাধ্য হচ্ছেন। এরই মাঝে শুক্রবার বিকেলে জোর পূর্বক চাঁদা আদায় নিয়ে রাজ্য সড়কে গাড়ি আড়াআড়ি করে প্রতিবাদে সামিল হল ট্রাক চালকরা।ঘটনা ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের রানিরবাজার এলাকায়।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

গাড়ি আড়াআড়ি করে লরিচালক বলেন চাঁদা দিতে রাজি না হওয়ায় একটা গাঁটালো বাঁশের লাঠি চালককে তাক করে চালিয়ে দেয় একদল যুবকের মধ্যে একজন। তাতে আঘাত লাগে চালকের। আর তারপরেই রাস্তার মাঝে গাড়ি আড়াআড়ি করে প্রতিবাদে সামিল হন ওই লরির চালক। তাঁর সাথে প্রতিবাদে সামিল হন অন্যান্য চালকরাও। পরিস্থিতি বেগতিক দেখে লাঠি ফেলে দৌড়ে পালায় ওই যুবকরা।

Paschim Medinipur

আরও পড়ুন : সরকারি ভাবে সবুজ বাজির স্টল মেদিনীপুরে

আরও পড়ুন : মেদিনীপুরে মেডিক্যাল হাসপাতালের গেটের মুখে দোকান উচ্ছেদ পুরসভার

রাজ্য সড়কের উপর যানযট বাড়তে থাকে। তখনও এদিক ওদিক বেশ কয়েকটা বাঁশের লাঠি পড়ে রয়েছে। খবর যায় ঘাটাল থানায়। তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে পুলিশ। পুলিশের বেশ কিছুক্ষনের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে এই ভাবে চাঁদা আদায় করার জন্য পলাতক যুবকদের খোঁজ চলছে। পুজো কমিটিকে তলব করা হয়েছে।

কালিপুজো ঘিরে এই ধরণের ঘটনা যাতে না ঘটে তার জন্য সচেতনতার বার্তা দিয়ে পুলিশ জানায় কোনও পুজো কমিটির বিরুদ্ধেএই অভিযোগ বর্দাস্ত করা হবে না। প্রসঙ্গত, লক্ষ্মীপুজোর পর থেকেই রাস্তা ঘিরে কালিপুজোর চাঁদার জুলুম নিয়ে বিরোক্তি প্রকাশ করেছেন পথযাত্রী থেকে শুরু করে দুচাকা চারচাকার গাড়ির চালকরা। তর্ক বিতর্কের মত বেশ কিছু গটনাও সামনে আসছে একাধিক জায়গা থেকে। মোটের উপর কালিপুজোতে চাঁদার জুলুম নিয়ে সরব আমজনতা।

আরও পড়ুন : দক্ষিণ পূর্ব রেলওয়ে প্যাসেঞ্জার ট্রেনে প্রথম মহিলা চালক দীপান্বিতা

আরও পড়ুন : হাতি তাড়াতে গিয়ে পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হুলা টিমের সদস্যের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Paschim Medinipur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.