Home » Paschim Medinipur : ভোট কর্মীদের নিরাপত্তার দাবিতে জেলা শাসক দপ্তরে ডেপুটেশন

Paschim Medinipur : ভোট কর্মীদের নিরাপত্তার দাবিতে জেলা শাসক দপ্তরে ডেপুটেশন

by Biplabi Sabyasachi
0 comments

Paschim Medinipur: Deputation to District Magistrate’s office demanding safety of poll workers

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ভোট কর্মীদের নিরাপত্তা সহ একগুচ্ছ দাবিতে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে ডেপুটেশন দিল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। তাদের দাবি, ভোট কর্মীদের নিরাপত্তা, ভোটারদের ইচ্ছে অনুযায়ী ভোটদানের প্রক্রিয়াকে নিশ্চিতকরণ, ব্যক্তিগত তথ্য ফাঁস বন্ধ, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী নিশ্চিত করা সহ একাধিক। উপস্থিত ছিলেন, সংগঠনের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী, জেলা সভাপতি সায়ন্তন অগস্তি, সম্পাদক রাধাপদ দাস সহ অন্যান্যরা।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

সায়ন্তন অগস্তি বলেন, “প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী সহ ভোট কর্মীদের নিরাপত্তার দাবি আমরা রেখেছি। পাশাপাশি বিদ্যালয় বন্ধ না রেখে কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য সরকারি অডিটোরিয়াম, কৃষক মান্ডি সহ অন্য জায়গায় সুবন্দোবস্ত করা, রেমুনারেশন বৃদ্ধি, কাজের পদ্ধতি সরলীকরণ, বুথে ভোটিং মেটেরিয়ালস পৌঁছে দেওয়ার দাবিও জানানো হয়েছে।” সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এডিএম সন্দীপ টুডু সমস্ত বিষয় শুনে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

Paschim Medinipur

আরও পড়ুন : প্রশাসন কড়া ব্যবস্থা নেয়নি! কেউ স্বামী হারা, কেউ সন্তান হারা, মহিলারা জোট বাঁধলেন চোলাই ভাটি ভাঙতে

আরও পড়ুন : বনদপ্তরের জমি দখল করে অবৈধ নির্মাণ মেদিনীপুর শহরে, বুলডোজার দিয়ে ভেঙে দিল বনদপ্তর

বেশ কিছু বিষয় যেগুলি জেলার এক্তিয়ারের মধ্যে নয় সেগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি জানাবেন। রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, “ভোট কর্মীদের ব্যক্তিগত তথ্য ফাঁস ফাঁস হচ্ছে। অতিরিক্ত জেলা শাসককে জানিয়েছি এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য, যাতে তথ্য ফাঁস না হয়। প্রতিবন্ধী এবং সন্তানসম্ভবা মহিলাদের ভোটের ডিউটি থেকে অব্যাহতি দেওয়া এবং ছুটির দিন কোন ডিউটি না দেওয়ার দাবি জানিয়েছি।”

আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে

আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Paschim Medinipur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.