Home » জেলায় ফের করোনা পজিটিভ ,চাঞ্চল্য

জেলায় ফের করোনা পজিটিভ ,চাঞ্চল্য

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি:পশ্চিম মেদিনীপুর জেলায় ফের ব্যক্তির শরীরে করনা পজেটিভ ধরা পড়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ।জেলার সীমান্তে দাঁতন ২ ব্লকের জাহালদার এক গৃহবধূর (৩১ বছর) শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে । জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ওই মহিলার জরায়ুতে টিউমার ছিল এবং তার থেকে ক্যান্সার হয় । ক্যান্সার চিকিৎসার জন্য তিনি কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন । দিন কয়েক আগে তিনি কলকাতা থেকে বাড়িতে ফেরেন । ফেরার আগে তার শরীরে থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল । রবিবার সেই নমুনার রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে । এই খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই জাহালদা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । জাহালদা বাজার এবং রাস্তাঘাট বাঁশ দিয়ে ব্যারিকেড করে ১৪ দিনের জন্য সিল করে দেওয়া হয়েছে । করোনা আক্রান্তের পরিবার এবং তাদের সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিদের কোয়ারেন্টাইনে পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর । আর করোনা আক্রান্ত গৃহবধূকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বড়মা হাসপাতালে । জাহালদা এলাকায় বাঁশ দিয়ে ঘিরে বাসিন্দাদের ঘিরে রাখা হয়েছে যাতে বাইরে থেকে কেউ গ্রামে আসতে না পারেন এবং গ্রামের কেউ যাতে বাইরে বেরোতে না পারে না । গ্রামে ঢোকার এবং বেরোনোর রাস্তা গুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে । প্রশাসনের পক্ষ থেকে হোম ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে । রবিবার গোটা রাজ্যে ‍
১২১৬ জনের করোনা টেস্ট করা হয়েছে এবং তাতে করণা পজিটিভ ধরা পড়েছে ২০৮ জনের যা এতদিন কালের মধ্যে সর্বোচ্চ রেকর্ড । লকডাউন একটু শিথিল করার পর এবং পরিযায়ী শ্রমিকরা ঝাঁকে ঝাঁকে রাজ্যে ফেরার পর লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে যা রাজ্যবাসীর কাছে অত্যন্ত দুশ্চিন্তার কারণ । স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বারংবার স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে লকডাউনের নিয়ম কিংবা সামাজিক দূরত্বের বিধি কেউ মেনে চলছেন না । সোমবার সকালে জাহালদাতে গৃহবধূর করোনা পজিটিভ ধরা পড়ায় করোনা আতঙ্ক ফের দেখা দিয়েছে জেলা জুড়েই ।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

 

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.