Paschim Medinipur : BJP chief and deputy chief sat on chairs after spreading Ganga water in panchayat office.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : তৃণমূলের হাত থেকে গ্রাম পঞ্চায়েতের দখল নিতে সক্ষম হয়েছে বিজেপি। বোর্ড গঠনের পর পঞ্চায়েত অফিসের চেয়ারে বসার পূর্বে পুরো অফিস গঙ্গাজল দিয়ে ধুয়ে নিলেন বিজেপি নেতারা। তাদের দাবি, তৃণমূলের দুর্নীতিতে যে পাপ হয়েছিল, তা ধুয়ে নিতে গঙ্গাজল ব্যবহার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
জানা যায়, ঘাটালের ১১ নম্বর মনোহরপুর গ্রাম পঞ্চায়েতে মোট ১৪ টি আসনের মধ্যে ১০টি পেয়েছে বিজেপি এবং ৪ টি পেয়েছে তৃণমূল। সেই গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার বোর্ড গঠন করে বিজেপি। বোর্ড গঠনের পর কলসিতে করে গঙ্গাজল নিয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ছড়িয়ে ‘শুদ্ধ’ করে বিজেপি কর্মীরা। তারপরেই চেয়ারে বসলেন বিজেপির প্রধান পারুল চাণক এবং উপপ্রধান বাপন বর। বিজেপি কর্মীদের দাবি আমাদের গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের যে প্রধান ছিল তার যত পাপ আমরা গঙ্গাজল দিয়ে ধুয়ে দিয়ে পবিত্র জায়গায় পবিত্র প্রধানকে বসাচ্ছি।
আরও পড়ুন : ঝাড়গ্রামে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর প্রশংসায় কুড়মি নেতারা, এবার কি মিটবে কুড়মি জট ?
আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপিকা সহ চালকের
সেই কারণেই পঞ্চায়েত অফিসের মধ্যে আমরা গঙ্গাজল ছড়াচ্ছি। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গঙ্গাজল ছড়ানোর বিষয়ে বিজেপিকে পাল্টা খোঁচা দিয়েছেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীষ হুদাইত। তিনি বলেন, “ওনারা শুনলাম গঙ্গাজল দিয়ে ধুয়ে কাজ শুরু করছেন, কারন আমরা সেখানে ছিলাম বলেন৷ তাহলে মুখ্যমন্ত্রীর ৭০ টি প্রকল্পকে কিভাবে ধুয়ে নেবেন? সেগুলিকে কিভাবে গ্রহণ করবেন তাঁরা?”
আরও পড়ুন : স্নান করতে নেমে ক্ষীরপাই কেঠিয়া নদীতে তলিয়ে নিখোঁজ ঘাটালের স্কুল পড়ুয়া
আরও পড়ুন : বিজেপির ঘাটাল-মেদিনীপুর-ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার তিন সভাপতিকেই পূনর্বহাল রাখলো রাজ্য বিজেপি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper