ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ভিন রাজ্যে নিয়ে গিয়ে স্ত্রীকে মেরে ঝুলিয়ে দিয়েছে তাঁর স্বামী।
মৃতদেহ আনতে হবে দাসপুরে, এই অভিযোগ তুলে শ্বশুর বাড়িতে ভাঙচুর চালাল মেয়ের বাপের বাড়ির লোকজন।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার দাসপুর (Daspur) থানা বেলেঘাটা এলাকায়। জানা যায় প্রায় দেড় বছর আগে দাসপুর বেলেঘাটার বাসিন্দা শম্ভু পালের ছেলে দীপঙ্কর পালের সাথে বিবাহ হয় ঘাটালের (Ghatal) শ্রীপুর গ্রামের বাসিন্দা সুইটি দোলইয়ের, বিয়ের পর থেকে মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকত সংসারে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সংসারে অশান্তির জেরে বিবাহ বিচ্ছেদ হবে বলে দাসপুরের বেলেঘাটায় স্থানীয় পঞ্চায়েতে সাময়িকভাবে মীমাংসা হয়। বিবাহ বিচ্ছেদ না হয়ে মেয়ের শ্বশুর বাড়ি থেকে আর একটা সুযোগ চাওয়া হলে, সংসারে অশান্তির মীমাংসা হয়ে যাওয়ায় দীপঙ্কর তার স্ত্রী সুইটি পালকে নিয়ে দুমাস আগেই মুম্বাইয়ে (Mumbai) কাজে চলে যায়। গত শনিবার সন্ধ্যা নাগাদ ঘাটালের শ্রীপুর গ্রামে গৃহবধূর বাপের বাড়িতে ফোন যায়, যে মুম্বাইয়ে তাদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
Paschim Medinipur
আরও পড়ুন : হাসপাতালে দেখা মেলে না সিনিয়র চিকিৎসকদের! মেয়েকে বাঁচাতে মন্ত্রীর পা ধরলেন বাবা-মা
আরও পড়ুন : রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গেল চারজন
গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের অভিযোগ আত্মহত্যা নয় তাদের মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে তার স্বামী দীপঙ্কর পাল। তারপর গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন দাবি করে বাপের বাড়ির সদস্যদের কাছে যে তাদের মেয়ের মৃতদেহ মুম্বাই থেকে দাসপুরে নিয়ে আসা হলে দাসপুরে সৎকার হবে। গৃহবধূর শ্বশুরবাড়ির সদস্যরা বাপের বাড়ির সদস্যদের দাবি মেনে না নিলে আজ দুপুর নাগাদ বেলেঘাটায় গৃহবধূর শ্বশুরবাড়ি ভাঙচুর চালায় বাপের বাড়ির লোকজন। তাদের অভিযোগ তাদের মেয়েকে খুন করে ঝুলিয়ে দিয়েছে তার স্বামী। মেয়ের মৃতদেহ ভিন রাজ্য থেকে দাসপুরে আনতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও পড়ুন : মর্মান্তিক! নিজের বাড়িতে ইলেকট্রিক শকে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের
আরও পড়ুন : একনাগাড়ে বৃষ্টি, জমিতে জমছে জল! পশ্চিম মেদিনীপুরে মাথায় হাত আলু চাষীদের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper