0
পত্রিকা প্রতিনিধি: পাঁশকুড়ায় নতুন করে করোনা আক্রান্ত আরো ২ ।এই দুজনেরই বাড়ি পাঁশকুড়ার এস.বি.আই ব্যাঙ্কের কাছে।প্রসঙ্গত উল্লেখ্য আগামীকাল পাঁশকুড়ার এস.বি.আই ব্যাঙ্কের এক কর্মী করোনা আক্রান্ত হয়েছিল আজ আবার নতুন করে দুজন আক্রান্ত হয় এবং তাদের বড়মা করোনা হাসপাতালে ভর্তি করা হয়।জানা যায় বেশ কয়েকদিন আগে এদের লালা টেস্ট করতে পাঠানো হয় কলকাতা আর.জি.করে। সেখান থেকে রিপোর্ট আসে পাঁশকুড়া সুপার স্পেশালিটি নার্সিংহোমে করোনা পজেটিভ।এবং সেখান থেকে রিপোর্ট আসে বড়মা করোনা হাসপাতালে সাথে সাথেই তাদের বড়মা করোনা হাসপাতালে নিয়ে আসা হয়।