Home » মেদিনীপুর শহর লাগোয়া কংসাবতী নদীতে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা ধান জমি, মাথায় হাত কৃষকদের

মেদিনীপুর শহর লাগোয়া কংসাবতী নদীতে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা ধান জমি, মাথায় হাত কৃষকদের

by Biplabi Sabyasachi
0 comments

River

আরও পড়ুন ঃ রাজ্য সরকারকে অপদস্থ করতে ইচ্ছাকৃতভাবে ব্যারেজ থেকে জল ছাড়ায় বন্যা, অভিযোগ রাজ্যের মন্ত্রীদের

পত্রিকা প্রতিনিধি: কংসাবতী নদী (Kangsabati River) ক্রমশ গ্রাস করে নিচ্ছে বিঘার পর বিঘা জমি। ফসলের জমি ছাড়াও ঘরবাড়ি জলের তলায় চলে যাওয়ার আশংকা। এক কথায় কংসাবতী নদী গর্ভে চলে যাচ্ছে গ্রাম সহ বিঘার পর বিঘা বিভিন্ন ফসলের জমি। বেশ কয়েক দিনের বর্ষণে কংসাবতী নদীর জল বেড়েছে। মুকুটমণিপুর (Mukutmanipur) জলাধার থেকেও ছাড়া হয়েছে জল। মেদিনীপুর সদর (Medinipur Sadar) ব্লকের ধেড়ুয়া(Dherua) থেকে গুড়গুড়িপাল (Gurguripal) পর্যন্ত বিভিন্ন জায়গায় এমন ধ্বংসের চিত্র দেখা দিয়েছে। বৃহস্পতিবার নতুন করে জল বৃদ্ধি পাওয়ায় গুড়গুড়িপাল এলাকায় নদী পাড়ে ফের কৃষিজমি নদী গর্ভে তলিয়ে যাওয়ার চিত্র উঠে এলো।

Rich results in Google SERP when searching for "River"
নিজস্ব চিত্র

আরও পড়ুন ঃ ক্যান্সার রোগীদের জন্য শখের চুল কেটে দান করলেন মেদিনীকন্যা পায়েল

তিন দিনের মধ্যে ৩০ বিঘারও বেশি ধান ও বিভিন্ন সবজি জমি জলের তলায় চলে গিয়েছে বলে জানান এলাকার কৃষকরা। নদীগর্ভে চলে যাওয়ায় মাথায় হাত তাঁদের। পদক্ষেপ নিতে বিন্দুমাত্র কোন হেলদোল নেই প্রশাসনের, এমনই অভিযোগ স্থানীয় কৃষকদের। অনেকেই জানান, নদীর পাড় ধ্বংসের কারণ শুধুমাত্র বর্ষণ বা জল ছাড়ার জন্যই নয়, নদী থেকে অপরিকল্পিতভাবে বালি তোলার জন্যও নদীর গতিপথ পাল্টাচ্ছে। যার ফলে কৃষি জমি নদীগর্ভে চলে যাচ্ছে। এর আগে নদী বহু দূরে ছিল গতিপথ পাল্টে নদী গ্রামের দিকে ঠুকছে। এই মুহূর্তে কোন ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। যদিও এ বিষয়ে প্রশাসনের এক আধিকারিক বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। সরজমিনে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

River

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.