0
পত্রিকা প্রতিনিধিঃ মেদিনীপুর সদর বন বিভাগের অন্তর্গত শালবনী ব্লকের ভাদুতলা বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় বৃহস্পতিবার আবারও চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে যায় বনাঞ্চলের একাধিক অংশ। বনাঞ্চলে ভয়াবহ আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় এলাকার বাসিন্দারা।
উল্লেখ্য , এই জঙ্গলে বারবার আগুন না লাগানোর জন্য মানুষকে সচেতন করা সত্ত্বেও এদিন দিনের বেলা কে বা কারা ভাদুতলার জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। যার ফলে বহু ক্ষতি হয়েছে।
এই ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীদের পাশাপাশি দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে কারা ওই জঙ্গলে আগুন লাগিয়েছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করা হয়েছে।