On the eve of the Municipality Election, the Trinamool car caught fire in Midnapore town
ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাত পোহালেই মেদিনীপুর শহরে পুরভোট। তার আগে উত্তেজনা ছড়াল গাড়ি পোড়ানোকে কেন্দ্র করে। শনিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় শহরের ১৮ নম্বর ওয়ার্ড পালবাড়ি এলাকায়। ওই এলাকায় তৃণমূলের এক কর্মীর গাড়ি পুড়িয়ে দিয়েছে কেউ বা কারা। শাসকদলের অভিযোগের তীর বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
আরও পড়ুন:- নাকা চেকিংয়ে পূর্ব মেদিনীপুরে উদ্ধার সাড়ে ৩ লক্ষ টাকা, ৫ টি মোবাইল, ২১ টি ATM কার্ড, ধৃত ৩
আরও পড়ুন:- প্রচারের শেষ বেলায় মেদিনীপুরে ময়দান কাঁপালো রাজনৈতিক দলগুলি
মেদিনীপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী রাজ কুমার পাল-এর চার চাকা প্রাইভেট গাড়িতে শনিবার গভীর রাতে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। রাজকুমারের দাবি, “রাত থেকেই এলাকায় লোকজন ছোটাছুটি করছিল। বিজেপির লোকেরা এলাকায় সন্ত্রাস তৈরি করতে পরিকল্পিতভাবে এই কাজ করে থাকতে পারে।” তৃণমূল প্রার্থী সৌমেন খান বলেন, “বহিরাগত লোকজন নিয়ে এসে এখানকার একদল লোক সন্ত্রাসের আবহাওয়া তৈরির চেষ্টা করছে। তাই তৃণমূল কর্মীর এই গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে তারা।
Municipality Election
আরও পড়ুন:- ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে পশ্চিম মেদিনীপুরের তিনজন
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে এক ব্যক্তি সহ মৃত্যু দুই গবাদিপশুর
আমরা পুলিশের কাছে অনুরোধ করছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার।” ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে বিজেপির প্রার্থী মিলন মাইতি। তিনি বলেন, “মিথ্যা অভিযোগ করে বিজেপি কর্মীদের বসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। নয়তো বা পুলিশে ধরিয়ে বিজেপি কর্মীদের কোণঠাসা করার চেষ্টা করছে তৃণমূলের লোকজন। রীতিমতো হুমকি দিয়ে যাচ্ছেন সৌমেন খান সহ তার নেতাকর্মীরা। আমাদের উপর ওঠা অভিযোগ ভিত্তিহীন।”
আরও পড়ুন:- বসন্তে ব্যাপক শিলা বৃষ্টি গোয়ালতোড়ে, ক্ষতি সবজির
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Municipality Election
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore