Home » Viral Video : পশ্চিম মেদিনীপুরে যুবতীর সঙ্গে NVF কর্মীর ‘অপকীর্তির’ ভিডিও ভাইরাল, বিক্ষোভ

Viral Video : পশ্চিম মেদিনীপুরে যুবতীর সঙ্গে NVF কর্মীর ‘অপকীর্তির’ ভিডিও ভাইরাল, বিক্ষোভ

by Biplabi Sabyasachi
0 comments

Viral Video : নির্জন আশ্রমের ভিতরে যুবতীর সাথে এক NVF কর্মীর অপকর্মের ছবি ধরা পড়ল সিসিটিভিতে। আর এই জানাজানি হতেই চরম উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ধরমপুরে। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নির্জন আশ্রমের ভিতরে যুবতীর সাথে এক NVF কর্মীর অপকর্মের ছবি ধরা পড়ল সিসিটিভিতে। আর এই জানাজানি হতেই চরম উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ধরমপুরে। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।

অভিযুক্ত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ধরমপুরে থানার এক NVF কর্মী। ধরমপুর এলাকায় চন্দ্রকোনা টাউন-চন্দ্রকোনা রোড রাজ্যসড়কের ধারে নির্জন জায়গায় ‘কালিকা’ নামে একটি আশ্রম রয়েছে। অভিযোগ, চন্দ্রকোনা থানার এক NVF পুলিশ কর্মী সাধারণ পোশাকে ওই আশ্রমের ভিতরে এক যুবতির সাথে অপকর্ম করে। সেই দৃশ্য সিসিটিভিতে ধরা পড়তেই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে।

যদিও সিসিটিভির ভিডিওর সত্যতা যাচাই করেনি বিপ্লবী সব্যসাচী পত্রিকার অনলাইন মাধ্যম। অপকীর্তির সময় এক ব্যক্তি এসে হাতেনাতে ধরে ফেলে বলেও দাবি এলাকাবাসীর। তাপরেই দৌড়ে পালিয়ে যান ওই NVF কর্মী ।আর এই খবর জানাজানি হতেই এলাকায় দেখা দেয় চরম উত্তেজনা। এলাকার মানুষদের অভিযোগ ওই আশ্রমের পাশেই রয়েছে একটি মন্দির,সেখানে কি করে একজন পুলিশ কর্মী হয়ে এমন কীর্তি করে। রাজ্যসড়কের ধারেই পুলিশের পেট্রোলিং থাকে।

এই ঘটনা নিয়ে চন্দ্রকোনা থানার ওই পেট্রোলিংয়ে থাকা পুলিশের কাছে জানাতে গেলে নাকি পুলিশ তাদের হুমকিও দেয় বলে অভিযোগ এলাকাবাসীর।ঘটনায় সন্ধ্যা থেকে দফায় দফায় ওই এলাকায় চলে রাজ্যসড়ক অবরোধ।ঘটনাস্থলে ঘাটালের এসডিপিও অগ্নীশ্বর চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে এলাকাবাসীর সাথে আলোচনায় বসে।কিন্তু আশ্রমে আলোচনা চলাকালীন আচমকাই বাইরে রাজ্যসড়ক অবরোধকারীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় পুনরায় উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। লাঠিচার্জে বেশকয়েকজন গ্রামবাসী আহতও হয় বলে অভিযোগ উঠে।পুলিশ অবরোধকারী সরানোর চেষ্টা করে।শেষমেষ প্রায় ৫ ঘন্টা পর পুলিশ ও এলাকাবাসীর মধ্যস্থতায় অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Viral Video

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.