0
পত্রিকা প্রতিনিধি : মাস্ক না পরে রাস্তায় বেরোনোর কারণে শনিবার শহরের গোলকুয়ারচকে পুলিশ কুড়ি জনকে আটক করেছে ।এছাড়া আটক করা হয়েছে ১৫ টি বাইক।এদিন গোল কুমারচক ব্যাপক ধরপাকড় চালায় কোতোয়ালি থানার পুলিশ । পথচারী ও বাইক চালকদের মাস্ক না পরার জন্য পুলিশ ধমক দেন ।জেলায় ক্রমাগত করোনা সংক্রমণ বাড়লেও হুঁশ নেই সাধারণ মানুষের।মাস্ক না পরেই অবাধে যাতায়াত করছেন মেদিনীপুরের মানুষ। বাইকে চড়ে দু তিনজন একসঙ্গে যাচ্ছে , মানুষকে ফের সচেতন করে এদিন রাস্তায় নেমে ধরপাকড় চালায় পুলিশ ।