ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ির বাঘাস্তি পঞ্চায়েত প্রধান রুমি বেরা গিরির বিরুদ্ধে অনাস্থার তলবি সভার বিজ্ঞপ্তি দিল ব্লক প্রশাসন। গত ৭ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুক্রবার তা সামনে আসে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ২১জুন দুপুর বারোটায় প্রধানের বিরুদ্ধে অনাস্থা পাসের জন্য পঞ্চায়েত অফিসে সভা ডাকা হয়েছে। পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে ১৩ আসন বিশিষ্ট ৮ জন পঞ্চায়েত সদস্য অনাস্থা এনেছেন।
এর আগে প্রথমবার ১২ এপ্রিলের অনাস্থা পাস হলেও তা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে পরে খারিজ হয়ে যায়। ২২ এপ্রিল ‘চার্জ’ পেয়েছিলেন উপ প্রধান সুখরাম সিংহ। ৩১মে আদালতের রায়ে ফের প্রধানের চেয়ারে বসেন রুমি বেরা গিরি। ১ জুন ফের আদালতের নির্দেশ মেনে উপপ্রধান-সহ আটজন পঞ্চায়েত সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন। আবেদন জানিয়েছেন ব্লক প্রশাসনে। তারই বিজ্ঞপ্তি দিল প্রশাসন। সকলেই গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জেতা পঞ্চায়েত সদস্য।
পরে তারা তৃণমূলের পতাকা ধরেছেন ব্লক সভাপতি অশোক রাউতের হাত ধরে। তৃণমূলের এক পক্ষ বিধায়কের হাত ধরে তৃণমূলে আসা রুমি বেরা গিরির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা এনেছিলেন। কেশিয়াড়িতে তৃণমূলের দুই পক্ষের বিরোধ থামাতে জেলা তৃণমূল উদ্যোগী হওয়ার কথা জানালেও কার্যকরী হয়নি। তবে রুমি বেরা গিরির পক্ষের তৃণমূলের বক্তব্য,” এর বিরুদ্ধে শীঘ্রই আমরা আদালতে যাব।” একটি পঞ্চায়েত নিয়ে কেশিয়াড়ি তৃণমূলে আপাতত তরজা চলছে। তবে তলবি সভার বিজ্ঞপ্তি নিয়ে প্রশাসনের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
West Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore