0
পত্রিকা প্রতিনিধি : শহরে চলছে কোতোয়ালী পুলিশের নাকা চেকিং ।পুলিশের কড়া নজরদারির মধ্যে রয়েছে সাধারণ মানুষ রাস্তায় বেরোলে মাস্ক পরছেন কিনা কিম্বা শহরের দোকান-বাজারগুলিতে মানুষ সামাজিক দূরত্ব মানছেন কিনা।বৃহস্পতিবার সকালে মাস্ক পরে না বেরোনোয় এবং দূরত্ব না মানায় কোতোয়ালী থানার পুলিশ ২৭ জনকে আটক করে । এছাড়াও আটক করা হয় ২২ টি বাইকও।করণা সংক্রমণ রুখতে এদিন সাধারণ সচেতন করতে দেখা যায় পুলিশ প্রশাসনের তরফে।