Mysterious Death : আত্মীয়ের বাড়িতে আমন্ত্রণ খেতে গিয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। খুনের অভিযোগ মৃতের পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ। মৃতদেহ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ মৃতের পরিবারের। দাবি অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করতে হবে। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার গোবিন্দপুর গ্রামে।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : চন্দ্রকোনায় খুনের অভিযোগ তুলে উত্তেজনা। পুলিশকে মৃতদেহ তুলতে বাধা। আত্মীয়ের বাড়িতে আমন্ত্রণ খেতে গিয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। খুনের অভিযোগ মৃতের পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ। মৃতদেহ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ মৃতের পরিবারের। দাবি অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করতে হবে।
এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার গোবিন্দপুর গ্রামে। স্থানীয়দের অভিযোগ চন্দ্রকোনা থানার দামোদরপুর গ্রামের বাসিন্দা সত্যেন সী(৪০) মঙ্গলবার রাতে চন্দ্রকোনার গোবিন্দপুর এর দীপক ঘোষের বাড়িতে আমন্ত্রণে খেতে গিয়েছিলেন। কিন্তু রাত নাগাদ সত্যেন বাড়ি না ফেরায় বাড়ির লোকেরা দীপকের বাড়িতে খোঁজাখুঁজি করতে আসলে দীপকের বাড়ি থেকে জানানো হয় সত্যেন বাড়ি চলে গিয়েছে।
ফের আজ সকাল নাগাদ সত্যেনের পরিবারের লোক দীপকের বাড়িতে খোঁজ খবর নিতে আসলে ফের তাদের জানানো হয় সত্যেন বাড়ি চলে গিয়েছে। তারপরে দীপকের বাড়ি থেকে সত্যেনের মৃতদেহ উদ্ধার হয়। আর এতেই ক্ষোভে ফেটে পড়ে সত্যেনের বাড়ির লোকজন সহ এলাকার বাসিন্দারা। সকলেরই দাবি তাকে খুন করেছে দীপক ও তার পরিবারের লোকেরা।
এমনকি তাদের দাবী শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।এতেই দেখা দেয় চরম উত্তেজনা,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় চন্দ্রকোনা থানার বিশাল পুলিশবাহিনী। যোদিও পুলিশকে মৃতদেহ তুলতে দেয়নি গ্রামের মানুষজন, তাদের দাবি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। যদিও কি কারণে খুন এখনো তা জানা যায়নি। শেষমেশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
আরও পড়ুন : বয়কট করা পরিবারের সাথে কথা বললেই ৫০০০ টাকা জরিমানা! মোড়লদের ফতোয়া পশ্চিম মেদিনীপুরে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mysterious Death
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore