পত্রিকা প্রতিনিধি : বিদ্যালয় চলাকালীন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ঘরে ঢুকে ব্যাগ থেকে টাকা চুরি।দুঃসাহসিক এই চুরির ঘটনা সিসিটিভি ফুটেজেই প্রমান।অভিযুক্ত বিদ্যালয়ের এক মহিলা গ্রুপ ডি কর্মী।অভিযুক্ত ওই মহিলা কর্মীকে গ্রেপ্তারের দাবিতে স্কুল গেটের সামনে বিক্ষোভে অভিভাবক থেকে স্থানীয়রা। শেষমেষ পুলিশের জালে মূল অভিযুক্ত।
ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের খাকুড়দার দেড়শত বছরের পুরানো বড়মোহনপুর হাইস্কুলের।জানা গিয়েছে বুধবার লকডাউন থাকায় বিদ্যালয়ের ভর্তির টাকা ব্যাঙ্কে রাখার কারণে প্রধান শিক্ষক তার ব্যাগে করে স্কুলে আনেন।নিজের চেয়ারের পাশে রেখে নিজের অফিসের বাইরে গেলেই,সেই সুযোগে হাত সাবাড় করে ওই মহিলা কর্মী।দিনের আলোয় দুঃসাহসিক এই চুরির ঘটনায় চাঞ্চল্য দেখা গেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতনু দাস জানিয়েছেন-“বৃহস্পতিবার সকালে ছাত্রছাত্রীদের ভর্তির টাকা ব্যাঙ্কে টাকা ডিপোজিট করার জন্য স্কুলে আসেন।বেশ কিছুটা টাকা আলাদা করে নেওয়ার পর,টিফিন করতে বাইরে গেলে বিদ্যালয়ের এক গ্রুপ-ডি কর্মী তা চুরি করে।পুলিশে জানানো হয়েছে।বিদ্যালয়ে আলোচনার পর যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।”
অভিযুক্ত ওই মহিলা কর্মী তৃণমূল নেতার স্ত্রী বলে জানা গিয়েছে।বেশ কয়েকবছর আগেকার ঘটনার পূনরাবৃত্তির কারণে অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে গেটের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখায় অভিভাবক থেকে স্থানীয়রা।বিক্ষোভকারী বাদল বর্মন জানিয়েছেন-“বিদ্যালয়ে বেশ কয়েকবছর আগে চাল চুরি থেকে নানা চুরির ঘটনা ঘটেছিল এই বিদ্যালয়ে।তারই পুনরাবৃত্তি হয়েছে।অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
বেলদা থানায় খবর দেওয়া হলে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে আসেন।চুরির ঘটনার তদন্তে নেমে মহিলা ওই কর্মীকে আটক করে পুলিশ।চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
0