Midnapore Sports Lover : মোহনবাগান-ইস্টবেঙ্গলের ফুটবল খেলা ঘিরে ব্যাপক উন্মাদনা মেদিনীপুরে। আর সেই হাড্ডাহাড্ডি খেলা উপভোগ করতে উৎসাহ উদ্দীপনা ছিল দর্শকদের চোখেমুখে। গ্যালারি পরিপূর্ণ দর্শক। দুই দলের সমর্থনে চিৎকারে ফেটে পড়েছেন তারা। এই খেলা শহরের বাইরে গোটা জেলায় ফুটবল খেলোয়াড়দের উৎসাহ যুগিয়ে দিল।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মোহনবাগান-ইস্টবেঙ্গলের ফুটবল খেলা ঘিরে ব্যাপক উন্মাদনা মেদিনীপুরে। আর সেই হাড্ডাহাড্ডি খেলা উপভোগ করতে উৎসাহ উদ্দীপনা ছিল দর্শকদের চোখেমুখে। গ্যালারি পরিপূর্ণ দর্শক। দুই দলের সমর্থনে চিৎকারে ফেটে পড়েছেন তারা। এই খেলা শহরের বাইরে গোটা জেলায় ফুটবল খেলোয়াড়দের উৎসাহ যুগিয়ে দিল। প্রত্যন্ত গ্রাম থেকে গাড়ি ভাড়া করে মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে হাজির প্রীতিপূর্ণ ফুটবল খেলা দেখতে।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে চুরি যাওয়া ২৪ টি বাইক উদ্ধার সহ গ্রেফতার ২
বিশেষ করে আবার মোহনবাগান-ইস্টবেঙ্গল খেলা। মেদিনীপুর গ্রামীণের ঢড়রাশোল ও শালবনী থেকেও গাড়ি ভাড়া করে হাজির হয়েছিল ফুটবলপ্রেমী যুবকরা। এক ঘন্টার খেলা শান্তিপূর্ণ ভাবে শেষ হওয়ায় মুখে হাসি উদ্যোক্তাদেরও। তারা চিন্তায় ছিলেন আগেই পুরো টিকিট শেষ হয়ে গিয়েছিল। অনেকে খেলা দেখতে এসে টিকিট না পেলে সমস্যা হয় কিনা। এদিন সাড়ে পাঁচ হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত ছিল। মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দলের হয়ে খেলেছেন পুরনো এবং নতুন খেলোয়াড়রা।
আরও পড়ুন : গুড়গুড়িপাল হাইস্কুলে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ ! তদন্ত কমিটি গঠন জেলা শিক্ষা দফতরের
Midnapore Sports Lover
ছিল জেলার অনেক প্রতিভাবান খেলোয়াড়ও। মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় দলের খেলোয়াড়, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান ক্লাবের প্রাক্তন কোচ বিশ্বজিত ভট্টাচার্য। তিনি আশাবাদী এই খেলা আগামী এবং বর্তমান প্রজন্মকে ফুটবলে উৎসাহ যোগাবে। তিনি বলেন, “পশ্চিম মেদিনীপুরে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। যারা এখন কলকাতার বিভিন্ন ক্লাবে খেলছেন। আজকেও অনেকে খেলেছেন। আগামীদিনে বাংলা ও ভারত জুড়ে জায়গা করে নিতে পারবে মেদিনীপুরের ছেলেরা, যদি এখানে ফুটবল একাডেমি করা যায়।”
আরও পড়ুন : চলতি বছরে ঘাটালে প্রশাসনকে নৌকা দিতে বেঁকে বসলেন মালিকরা
আয়োজকদের সন্দীপ সিংহ, সঞ্জিত তোরই বলেন, আমরা ভাবতে পারিনি মেদিনীপুরের মানুষের এত আবেগ ফুটবলে। প্রথমে খুবই চিন্তায় ছিলাম দর্শক নিয়ে। কিন্তু আজ মেদিনীপুর বুঝিয়ে দিল ফুটবল তাদের মনেপ্রাণে, ফুটবল তাদের ভালোবাসা। এদিন ইস্টবেঙ্গলের খেলোয়ার অর্ণব মন্ডল বলেন, “সমাজ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, তাই আমরা ফুটবলের মাধ্যমে সমাজকে কিছু ফিরিয়ে দিতে যায়।” তিনি আরও বলেন, জুনিয়র ছেলেদেরও ফুটবলে আগ্রহ বাড়বে এই খেলা দেখে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Sports Lover
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore