বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়। সেই ঘটনায় তিন বছর পর সাজা শোনাল মেদিনীপুর আদালত। দোষীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দু’মাসের সশ্রম কারাদণ্ড। দোষী ব্যক্তির নাম নন্দদুলাল দে (বয়স ৬১)।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের জুন মাসে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানা এলাকায়। জানা গিয়েছে, ওই সময় ফাঁকা বাড়িতে ১২ বছরের (এখন ১৫ বছর) ওই নাবালিকাকে ডেকে নিয়ে আসে ওই ব্যক্তি। তার শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ ওঠে। পরে নাবালিকা বিষয়টি বাড়িতে জানালে পরিবার এবং গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে।

অভিযুক্ত ব্যক্তিকে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। পরিবারের পক্ষ থেকে গুড়গুড়িপাল থানায় অভিযোগ দায়ের করে ওই ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে মেদিনীপুর আদালতে তোলে। পরে অভিযুক্ত নন্দদুলাল জামিনে মুক্ত পান। তিন বছর মেদিনীপুর আদালতে বিচার প্রক্রিয়া চলার পর নন্দদুলালকে দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার তার সাজা ঘোষণা করেন বিচারক।
আরও পড়ুন : জঙ্গল লাগোয়া জমির ফসল বাঁচাতে কাঁটাতারের বেড়া হাতির গতিপথে, আলোচনার ডাক বনদপ্তরের

আরও পড়ুন : জন্ডিস আক্রান্ত ১২, গ্রামে স্বাস্থ্য আধিকারিক, সচেতনতার অভাবে কাটছে কপাল
আদালতের পাবলিক প্রসিকিউটর স্বর্ণেন্দু পারিয়াল জানান, “দোষী ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দু’মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন বিচারপতি।” আদালতের এই রায়ে খুশি এলাকার মানুষজন। তাদের অভিযোগ, এলাকায় ওই ব্যক্তির আচার-আচরণ ভালো ছিল না।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Monkey attack
Biplabi Sabyasachi Largest Bengali Newspape