Home » বালিচক ফ্লাইওভার পরিদর্শনে মন্ত্রী হুমায়ুন কবীর

বালিচক ফ্লাইওভার পরিদর্শনে মন্ত্রী হুমায়ুন কবীর

by Biplabi Sabyasachi
0 comments

Humayun Kabir

আরও পড়ুন ঃমান্দারমণিতে অসহায় মানুষদের সু-চিকিৎসা দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন

পত্রিকা প্রতিনিধিঃ মানুষের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে বালিচক রেললাইনের ওপর দিয়ে শুরু হল ফ্লাইওভারের কাজ। আর সেই কাজের গতি এবং বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক রেললাইন সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন ডেবরা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কারিগরি শিক্ষা উন্নয়ন মন্ত্রী হুমায়ুন কবীর। এছাড়াও এদিন সঙ্গে উপস্থিত ছিলেন খড়্গপুর মহকুমা শাসক আজমল হোসেন, ডেবরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রণব পাত্র, ডেবরা পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ প্রদীপ কর, এবং কৃষি সেচ ও সমবায় কর্মদক্ষ বিবেকানন্দ মুখার্জি এবং বিভ্রাট সাংসদ প্রতিনিধিদের সীতেশ ধরা সহ অন্যান্য আধিকারিকরা। এরপর ডেবরা ব্লকের বালিচক ডেবরা পঞ্চায়েত সমিতিতে এবিষয়ে একটি গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয় ।

আরও পড়ুন ঃডেবরায় রাস্তার বেহাল দশা ! করোনা রোগীকে আনতে এসে বিপাকে অ্যাম্বুলেন্স

আরও পড়ুন ঃ-‘যশ’ (Yass) বিধ্বস্ত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এগরা ও পাঁশকুড়ায় কয়েক হাজার বাদাম চাষি

নিজস্ব চিত্র

এদিন মন্ত্রী হুমায়ুন কবীর বলেন, ২০২২ এর ২৯ জানুয়ারি মাসের মধ্যে ফ্লাইওভারের কাজ সম্পন্ন হবে। উল্লেখ্য যে, এই ফ্লাইওভারের কাজ নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ ছিল। পাশাপাশি, ফ্লাইওভারের পাশের রাস্তা নিয়েও সাধারণ মানুষের নানা দাবি আছে। সেজন্যই, তিনি পরিদর্শন করে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলেন বলে জানিয়েছেন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Humayun Kabir

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.