পত্রিকা প্রতিনিধি : শহরের ১৬ নম্বর ওয়ার্ডের প্রগতি পল্লীতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে । মৃতের নাম দেবদীপ মেট্যা (২০) । তিনি আই আই ই এস টি , শিবপুর কলেজের ইলেকট্রনিক্স টেলিকমিউনিকশনের ছাত্র ছিলেন । শুক্রবার রাত ১১:৪৫ নাগাদ ছাত্রের ঘরের দরজা বন্ধ থাকতে দেখে পরিবারের লোক ।যুবকের বাবা চঞ্চল কুমার মেট্যা বাড়ির অন্য একটি জানালা থেকে দেখেন তার দেহ মাটিতে পড়ে রয়েছে ।পাড়া-প্রতিবেশী সহায়তায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর বিভাগে দেখানো হলে তাকে হাসপাতাল কতৃপক্ষ মৃত বলে ঘোষণা করেন । পরিবার সূত্রে জানা যায় গতবছর দোল উৎসবের এক দুদিন আগে ধর্মার কাছে টোটো থেকে পড়ে মাথায় আঘাত লাগে যুবকের ।তারপর থেকেই পরিবারের লোকেরা তাকে চোখের নজরে রাখতেন ।শনিবার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়ে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । কি কারনে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ । মৃতের পরিবারের লোকজনদের বক্তব্য প্রায় ২ মাস আগে লকডাউনের আগে কলেজ থেকে তিনি বাড়িতে এসেছিলেন । শনিবার তার ঘর থেকে তার মৃতদেহ পাওয়া গিয়েছে । প্রতিবেশীরা জানালেন দেবদীপ অত্যন্ত মেধাবী ও হাসিখুশি স্বভাবের ছেলে ছিলেন । কি কারণে তার মৃত্যু হল সেই নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
0