Midnapore
বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : যত্রতত্র পার্কিং রুখতে পুলিশের অভিযানের মধ্যেই এবার যানজট মুক্ত করতে হকারদের অন্যত্র সরানোর পদক্ষেপ শুরু প্রশাসনের। বৃহস্পতিবার নবান্নে হকারদের অন্যত্র সরিয়ে পুনর্বাসন দেওয়া যায় কিনা তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ মেনেই মেদিনীপুর শহরে শুরু হয়ে গেল হকারদের হিসেবনিকেশ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর সদর মহকুমা শাসক, পৌরসভার পৌরপ্রধান সহ জনপ্রতিনিধি ও আধিকারিকরা শহরের কলেজ রোডে ফুটপাতে কত হকার রয়েছে তার তালিকা তৈরি করলেন। যার মধ্যে খাবারের দোকান রয়েছে ৯০ শতাংশ। ওই হকারদের রুটিরুজি বাঁচিয়ে কিভাবে অন্যত্র সরানো যায় তার পরিকল্পনা করছেন প্রশাসনের আধিকারিকরা। মহকুমা শাসক জানিয়েছেন, প্রাথমিকভাবে কত হকার রয়েছে ফুটপাতে তার তালিকা তৈরি করা হচ্ছে। তাদের অন্যত্র সরানো হবে। সেখানে কতজন হকারকে বসানো যাবে তাও দেখা হচ্ছে।
Midnapore
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
তাদের রুটিরুজি যাতে বন্ধ না হয় তাও লক্ষ্য রাখা হচ্ছে। পাশাপাশি দোকান রাস্তার উপর চলে এসেছে এমন হকারদের সরানো শুরু করলেন তৃণমূলের হকার সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার তারা রাস্তায় নেমে হকারদের নিজেদের দোকানের মধ্যে সীমাবদ্ধ থাকার বার্তা দিয়েছেন। তৃণমূলের সারা বাংলা স্ট্রিট হকার ইউনিয়নের জেলা সভাপতি শেখ লিয়াকত বলেন, “যারা ফুটপাত থেকে সরে রাস্তা দখল করে বসে আছেন তাদের সরতে বলা হচ্ছে। না হলে প্রশাসন পদক্ষেপ নেবে আমরা দায়িত্ব নিতে পারব না।”
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper