Royal Academy : অ্যাসোসিয়েশন অফ স্কুল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (এ. এস. আই.এস. সি) (পশ্চিমবঙ্গ উত্তর পূর্বাঞ্চল শাখা) আয়োজিত ক্যুইজ প্রতিযোগিতায় সাব জুনিয়র বিভাগে শহরের রয়েল অ্যাকাডেমি’র অন্তরীপ জানা (অষ্টম শ্রেণি) ও সৌজন্যা সাউ (সপ্তম শ্রেণি) দলগত ভাবে প্রথম স্থান অধিকার করেছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অ্যাসোসিয়েশন অফ স্কুল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (এ. এস. আই.এস. সি) (পশ্চিমবঙ্গ উত্তর পূর্বাঞ্চল শাখা) আয়োজিত ক্যুইজ প্রতিযোগিতায় সাব জুনিয়র বিভাগে শহরের রয়েল অ্যাকাডেমি’র অন্তরীপ জানা (অষ্টম শ্রেণি) ও সৌজন্যা সাউ (সপ্তম শ্রেণি) দলগত ভাবে প্রথম স্থান অধিকার করেছে।
স্কুলের অধ্যক্ষ সত্যব্রত দোলই জানান মঙ্গলবার সি. আই. এস. সি. ই. দিল্লি অনুমোদিত পশ্চিমবঙ্গের ৩২ টি ইংরেজি মাধ্যম স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বরানগরের সেন্ট্রাল মডার্ন স্কুলে। ফাইনাল রাউন্ডে ৮ স্কুল উঠেছিল। কলকাতার এম. পি. বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুল কে পরাজিত করে রয়েল অ্যাকাডেমি প্রথম স্থান অধিকার করেছে।
বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন এ. এস. আই. এস. সি. এর সম্পাদক রঞ্জন মিত্র, সেন্ট্রাল মডার্ন স্কুলের অধ্যক্ষা নম্রতা দে প্রমুখ। রয়েল একাডেমী পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা মহুয়া মুখার্জি। সত্যব্রত বাবু জানিয়েছেন অন্তরীপ ও সৌজন্যা এ. এস. আই. সি. সর্বভারতীয় শাখা আয়োজিত সর্বভারতীয় ক্যুইজ প্রতিযোগিতা সাব জুনিয়র বিভাগে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করবে।
তিনি দুই ছাত্রছাত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন যে তাদের এই অভূতপূর্ব সাফল্য স্কুলের শিক্ষক শিক্ষিকা কর্মীবৃন্দ অভিভাবক অভিভাবক ছাত্র-ছাত্রী সকলেই খুশি ও গর্বিত। জাতীয় স্তরেও অন্তরীপ ও সৌজন্যা স্কুল তথা রাজ্যের মুখ উজ্জ্বল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন : বিশ্বের ৫ টি দেশে পাড়ি দিচ্ছে মেদিনীপুরের সাংস্কৃতিক সংস্থা ‘তালম’, পুরসভায় সংবর্ধিত শিল্পীরা
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে প্রকাশ্যে বালি পাচারের অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Royal Academy
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper