Student protest
আরও পড়ুন ঃ–পশ্চিম মেদিনীপুরের শালবনীতে হাতিকে উত্যক্ত করার ভিডিও ভাইরাল,অভিযুক্তের খোঁজ শুরু করল বন দফতর
পত্রিকা প্রতিনিধি: উচ্চমাধ্যমিকে শিক্ষার্থীদের আশানুরূপ নম্বর আসেনি । এজন্য বিদ্যালয়ে অভিযোগ জানাতে গিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । শহরের কলেজিয়েট বালক ও বিদ্যাসাগর বিদ্যাপীঠ ( বালক )এ অভিভাবকদের অসন্তোষের চিত্র দেখা গেল শুক্রবার। তাদের অভিযোগ উচ্চমাধ্যমিকে ওই দুই স্কুলের প্রত্যেক ছাত্র ২০-২৫ নম্বর করে কম পেয়েছে। এবার করোনা পরিস্থিতির কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি ।
মাধ্যমিকের নম্বরের ৪০ শতাংশ এবং একাদশ শ্রেণির নম্বর থেকে ৬০ শতাংশ যোগ করে উচ্চমাধ্যমিকের ফল বের করা হয়েছে । মাধ্যমিক ও একাদশের নম্বর প্রত্যেক ছাত্রছাত্রীরই জানা । তাই উচ্চমাধ্যমিকে কে কত নম্বর বা নম্বরের কাছাকাছি পেতে পারে তা সহজেই হিসেব করে বুঝে গিয়েছিল ছাত্রছাত্রীরা । কিন্তু ফল প্রকাশের পর ওই দুই স্কুলের ছাত্ররা দেখতে পায় তারা সবাই গড়ে কুড়ি থেকে পঁচিশ নম্বর করে কম পেয়েছে । অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়ের উদাসীনতার কারণে খারাপ ফল পেয়ে ভুগতে হল ছাত্রদের । অভিভাবকরা বলেন , তাঁরা জানতে পেরেছেন উচ্চমাধ্যমিক কাউন্সিল থেকে যখন বিদ্যালয়গুলো থেকে একাদশের নম্বর পাঠানো হয়েছিল তখন নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ওই দুটি স্কুল নম্বরের তালিকা পাঠায়নি। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর নম্বরের তালিকা পাঠানো হয় । এর মাঝেই কোনো অদৃশ্য কারণে প্রত্যেক ছাত্রের নম্বর কমে যায় । তাই নম্বর কম আসায় ক্ষোভ চেপে রাখতে পারেননি অভিভাবকরা । বিদ্যালয়ে গিয়ে তাঁরা বিক্ষোভ দেখান । পরে অভিভাবকদের একাংশের স্বাক্ষরিত দরখাস্ত দেওয়া হয় স্কুলের প্রধানের কাছে । বিদ্যালয় কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান অভিভাবকরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Student protest
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore