Home » রবিবার রাতের রিপোর্টে মেদিনীপুর শহরে করোনায় আক্রান্ত ৮

রবিবার রাতের রিপোর্টে মেদিনীপুর শহরে করোনায় আক্রান্ত ৮

by Biplabi Sabyasachi
1 comment

medinipur coronavirus, covid-19, medinipur news, bengali latest news, biplabi sabyasachi news, purba medinipir news, jhargram news, শহর মেদিনীপুর

পত্রিকা প্রতিনিধি: জেলার স্বাস্থ্য দফতরের রবিবার রাতের রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৭জন যা পূর্বের দিনের আক্রান্তের থেকে অনেকাংশেই কম।মেদিনীপুর শহরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮জন। খড়্গপুর শহর,শহরতলি ও আই.আই.টি ক্যাম্পাস সহ মোট ৩৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও সবং, দাসপুর,ঘাটাল,দাঁতন,গড়বেতা সহ জেলার বিভিন্ন এলাকায় মোট ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। medinipur coronavirus

আরও পড়ুন – ফের ২ পড়ুয়া সহ এক স্বাস্থ্যকর্মী সংক্রমিত আইআইটি’তে, শত সচেতনতাতেও এড়ানো গেল না সংক্রমণ

করোনা সংক্রমণের হদিশ মেলায় কন্টেইনমেন্ট জোন শহরে। ফাইল চিত্র


মেদিনীপুর শহরের নতুনবাজার সংলগ্ন এলাকায় এক বৃদ্ধ (৫৬)করোনায় আক্রান্ত হন বলে জানা যায়। কোতোয়ালির অন্তর্গত মেদিনীপুর শহরের পাটনা বাজার সংলগ্ন এলাকায় এক ব্যক্তির (৫২) করোণা রিপোর্ট পজিটিভ আসে। জানা যায় গত শনিবার ওই ব্যক্তির লালারসের নমুনা সংগ্রহ করা করোনা পরীক্ষার জন্য পাঠালে রবিবার রাতেই রিপোর্ট পজিটিভ আসে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একসঙ্গে দুজন (পুরুষ-৪৫, মহিলা-৪৩) করে করোনয় আক্রান্ত হয়েছে বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে।জগন্নাথ মন্দির সংলগ্ন সঙ্গত বাজারে এক বছর ২৭ এর যুবতীর করোনা রিপোর্ট পজিটিভ আসে।শহরের তাঁতিগেড়িয়া সংলগ্ন প্রবোধনগরে এক বৃদ্ধের (৬০) শরীরে করোনার সংক্রমণ মেলে। মির্জাবাজার সংলগ্ন কুমোরপাড়াতে প্রথম করোনা আক্রান্তের হদিশ পাও্য়া যায় রবিবার রাতেই। জানা যায় ওই এলাকায় এক ৫৬ বছর বয়সী মহিলার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও রবিবার রাতের রিপোর্ট অনুযায়ী শহরের ছোটোবাজারে এক বৃদ্ধ (৭৬) করোনায় আক্রান্ত হন। তবে চিন্তার কোনো কারণ নেই অধিকাংশই অ্যাসিমটোমেটিক বা উপসর্গহীন। অপরদিকে খড়্গপুরের আই.আই.টি ক্যাম্পাসে ফের ২ জন পড়ুয়া সহ এক স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।জানা যায় ওই দুই পড়ুয়া (যুবক-২১ ও যুবক-১৮) খড়্গপুর আই.আই.টি ক্যাম্পাসের লাল বাহাদুর শাস্ত্রী ব্লকেই থাকতেন। কিছুদিন আগেই ওই একই ব্লকে করোনা আক্রান্তের হদিশ মিলেছিল। সেই সূত্রেই ফের রবিবার রাতের রিপোর্টে ২ পড়ুয়া করোনায় আক্রান্ত হন। আই আই টি কর্তৃপক্ষ থেকে সাফ জানানো হয়েছে ওই সংক্রমিত ব্লকে যে ১১ জন পড়ু্য়া রয়েছেন তাঁরা সেখানেই হোম আইসোলেশনে রয়েছেন। চিন্তার কোনো কারণ নেই সেখান থেকে করোনা সংক্রমণের কোনো আশঙ্কা থাকছে না। অপরদিকে আই.আই.টি বিধান চন্দ্র রায় হাসপাতালের প্রথম শ্রেণির করোনা যোদ্ধা তথা স্বাস্থ্য কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। জানা যায় ওই ব্যক্তি(৫২) সম্প্রতি বাঁকুড়া থেকে ফিরেছিলেন। কিন্তু ফেরার পরেই ওই স্বাস্থ্যকর্মীর শরীরে করোনার উপসর্গ ( জ্বর- সর্দি- কাশি) দেখা যায়। তাই জন্য ওই ব্যক্তিকে নিজের ঘরেই হোম আইসোলেশন তিন দিনের জন্য রাখা হয়েছিল। গত শুক্রবার ওই ব্যক্তির লালা রসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে রবিবার রাতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

1 comment

শালবনীর করোনা হাসপাতাল থেকে সদ্যজাত সন্তান সহ বাড়ি ফিরলেন প্রসূতি August 24, 2020 - 12:25 pm

[…] আরও পড়ুন – রবিবার রাতের রিপোর্টে মেদিনীপুর শহরে… […]

Comments are closed.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.