Home » পাঁচিল টপকে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালাল দুই বিচারাধীন আসামী

পাঁচিল টপকে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালাল দুই বিচারাধীন আসামী

by Biplabi Sabyasachi
0 comments

Two criminal is fleeing from Midnapore Central Correctional Home

আরও পড়ুন ঃ-নিশ্চিন্তা জঙ্গলে উদ্ধার মৃত হাতি, কী ভাবে মৃত্যু, চলছে তদন্ত

পত্রিকা প্রতিনিধি: মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে গেল বিচারাধীন দুই আসামি । মিঠুন দাস (৩৫), বাড়ি বারাসতের নিবেদিতা পল্লী এলাকায়, অন্যজন মনোজিৎ বিশ্বাস ওরফে রাজু(৩১), বাড়ি কলকাতার উল্টোডাঙ্গা বাসন্তী কলোনিতে। সন্ধ্যায় কয়েদি সংখ্যা গোনার সময় দুজন মিসিং বলে জানতে পারে জেল কর্তৃপক্ষ । দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে গত মে মাসের ২৫ তারিখ মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে স্থানান্তরিত করা হয় দুজনকে । দমদম কেন্দ্রীয় সংশোধনাগার গোলমাল এর পরেই জেল কর্তৃপক্ষ বেশকিছু বন্দিকে স্থানান্তরিত করেছিল। তার মধ্যে ছিল এরা দুজন। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার সূত্রে জানা গেছে এই দুজন এসেছিল ব্যারাকপুর আদালতের নির্দেশে ।

ফাইল চিত্র

পিছনের দেওয়াল টপকে এরা পালাতে সক্ষম হয়েছে। জেল কর্তৃপক্ষ সন্ধ্যাকালীন গোনার সময় দেখতে পাই দুজন কে পাওয়া যাচ্ছে না। এরপর এই খবর দেওয়া হয় জেলা পুলিশ সুপার ও কোতোয়ালি থানায়। কোতোয়ালি থানা ও জেলা পুলিশের বিশাল বাহিনী ঘটনার তদন্তে নেমেছে। জেল কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথাবার্তা বলছেন তারা। পালিয়ে যাওয়া দুই বন্দি র ছবি নিয়ে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। কিভাবে তারা পালিয়ে গেল বা তাদের পালিয়ে যাওয়া তে কেউ সাহায্য করেছে কিনা সে ব্যাপারেও তদন্ত শুরু করেছে পুলিশ । মেদিনীপুর শহরের বাসস্ট্যান্ড স্টেশন সংলগ্ন এলাকায় পুলিশের নজরদারি শুরু হয়েছে। যদিও এ ব্যাপারে জেল কর্তৃপক্ষ বা পুলিশের থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জেলা পুলিশ সূত্রে খবর তদন্ত চলছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Advertisement

Two criminal is fleeing from Midnapore Central Correctional Home

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.