পত্রিকা প্রতিনিধি: মেদিনীপুর শহরে ফের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির (৬৮)। তিনি শহরের জুগনীতলা এলাকার বাসিন্দা বলে জানা যায়। Corona, Corona, coronavirus in midnapore, latest bengali news, biplabi sabyasachi news
আরও পড়ুন- করোনার ব্যাটিংয়ে মেদিনীপুর শহর ও শহরতলিতে ফের আক্রান্ত ৫২, খড়্গপুরের ৬১ জন সহ জেলায় মোট আক্রান্ত ১৭৭
পেশায় ওই ব্যক্তি ব্যবসায়ী , জুগনীতলা এলাকায় তাঁর একটি দোকানও রয়েছে বলে জানা যায়।বিশেষ সূত্রের খবর সম্প্রতি পরিবারের সকলেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু করোনার প্রকট উপসর্গ দেখা দেওয়ায় ওই ব্যক্তির অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়।গত সোমবার করোনা হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন- করোনার ব্যাটিংয়ে মেদিনীপুর শহর ও শহরতলিতে ফের আক্রান্ত ৫২, খড়্গপুরের ৬১ জন সহ জেলায় মোট আক্রান্ত ১৭৭
ওইদিন মেদিনীপুর পুরসভার পক্ষ থেকে ওই এলাকাজুড়ে করা হয় জীবানুনাশক স্প্রে।মৃত্যুর খবর জানাজানি হতেই ওই এলাকাজুড়ে সমস্ত দোকানপাট একদিনের জন্য বন্ধ রাখা হয়।তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ওই এলাকার সমস্ত ব্যবসায়ীরা।উল্লেখ্য গত ৪৮ ঘন্টার জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী (২১ ও ২২ সেপ্টেম্বর) পশ্চিম মেদিনীপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।গত ৪৮ ঘন্টায় জেলা জুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩২০ জন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi