Medinipur news
আরও পড়ুন ঃ–পূর্ব মেদিনীপুরে ভুয়ো সাংবাদিকের হদিস ! যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ
পত্রিকা প্রতিনিধি: মেদিনীপুর শহরের (Medinipur Town) তাঁতিগেড়িয়া (Tantigera) সংলগ্ন বিড়লা মাঠ (Birla Ground), তাঁর আশপাশের রাস্তায় রাত হলেই ছিনতাইয়ের (Snatching)ঘটনা ঘটছে । স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে । গরমের সময় সন্ধ্যার পর ওই ফাঁকা এলাকায় অনেকে আড্ডায় মাতেন। রাস্তাড় পাশে বাইকেও অনেকে বসে থাকেন । এই সুযোগে দুষ্কৃতীরা ছিনতাই করার সুযোগ খুঁজতে থাকে।
জানা গিয়েছে জোর করে মোবাইল ছিনিয়ে নেওয়া কিংবা চড়, থাপ্পড় মেরে টাকা আদায় করার ঘটনা ঘটছে। এলাকাবাসীর অভিযোগ সন্ধ্যার পর ওই বিড়লার মাঠে কিছু দুষ্কৃতী মদ্যপানের আসর বসায়। মদ্যপানের পাশাপাশি তারা ছিনতাই করছে। রবিবার রাতে শহরের দুই যুবক মাঠে বসে গল্প করার সময় হঠাত্ ৪ জন দুষ্কৃতি এসে তাঁদের মারধর করে এবং জোর করে টাকা ছিনিয়ে নিয়ে পালায়। আক্রান্ত দুই যুবক কোতয়ালি (Kotwali Police) থানায় অভিযোগ দায়ের করেছেন । মোবাইলে কথা বলতে বলতে কেউ গেলেও সেই সময় মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে মেদিনীপুর শহরে । দুষ্কৃতিদের আক্রমণের শিকার হচ্ছেন প্রেমিক প্রেমিকা বা দম্পতিরাও । বিকেলবেলা সেই মাঠ বা রাস্তা র ধারে বসেই অনেকে আড্ডা দেন। সন্ধ্যা নামলেই দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হচ্ছে এবং জোর করে টাকা আদায় করছে । বেশ কয়েকদিন ধরে এমন ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এই এলাকায় নিয়মিত পুলিশ টহল দিলে এ ধরনের সমস্যা অনেকটাই কমবে ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Medinipur news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore