পত্রিকা প্রতিনিধি :ভোরের আলো ফুটতেই একদল হাতি জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এলো ,আর কাজ কম্ম ফেলে হাতি তাড়াতে ব্যস্ত হয়ে পড়লেন গ্রামবাসীরা । সোমবার সকালে ৪০-৫০ টি হাতির একটি দল মেদিনীপুর সদর ব্লকের বেড়াপাল গ্রামে ঢুকে যায় । ধান জমি সবজি ক্ষেত ব্যাপকভাবে তছনছ হয়েছে হাতির পায়ের চাপে । রবিবার রাত্রে ঝাড়গ্রামের মানিকপুর জঙ্গল থেকে গুপ্তমনি মন্দির হয়ে কাঁসাই নদী পেরিয়ে চাঁদড়া রেঞ্জে ঢুকে পড়ে । সোমবার ভোর হতেই লোকালয়ে ঢুকে দাপিয়ে বেড়িয়েছে ওই হাতির দলটি । ধান জমি তছনছ করার পাশাপাশি সবজি ক্ষেত বিশেষ করে তিল গাছের ব্যাপক ক্ষতি করেছে । হাতি তাড়াতে দলে দলে গ্রামবাসীরা সমবেত হন । আসে বনদপ্তরের লোকজনও । গ্রামবাসীদের অভিযোগ হাতিগুলোকে একবার এদিক একবার ওদিক করে গ্রামবাসীদের নাস্তানাবুদ করছে বনদপ্তরের লোকজনরাই ,হাতি সমস্যা নিয়ে কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নিচ্ছে না বনদপ্তর । করোনাভাইরাস এর জেরে চলছে লকডাউন । বারংবার বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য । কিন্তু সোমবার মেদিনীপুর সদর ব্লকের বেড়াপাল সহ বিভিন্ন গ্রামে হাতি ঢুকে যাওয়ায় সামাজিক বিধিকে তোয়াক্কা না করেই দলে দলে গ্রামবাসীরা সমবেত হয়ে হাতি তাড়াতে ব্যস্ত হয়ে পড়েন । বনদপ্তর এর পক্ষ থেকে বারংবার বন্যহাতি থেকে নিরাপদ দূরে থাকার বার্তা দেওয়া হলেও গ্রামে হাতি ঢুকলে হাতির পিছনে ছোটা, হাতিকে উত্যক্ত করার প্রবনতা কমছেই না ।
0
next post