Home » Midnapore City College : জেলায় কন্যাশ্রীতে প্রথম সোনাখালি হাইস্কুল ও মেদিনীপুর সিটি কলেজ

Midnapore City College : জেলায় কন্যাশ্রীতে প্রথম সোনাখালি হাইস্কুল ও মেদিনীপুর সিটি কলেজ

by Biplabi Sabyasachi
0 comments

Midnapore City College and Sonakhali High School got first place in Kanyashree prakalpa in the district.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নাবালিকা বিয়ে রুখে শিক্ষায় এগিয়ে যেতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। যার মধ্যে কন্যাশ্রী বিশ্ব দরবারে শিরোপা পেয়েছে। কন্যাশ্রী প্রকল্পে ২০২২ – ২০২৩ শিক্ষাবর্ষে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে বিদ্যালয়গুলিতে প্রথম হল দাসপুরের সোনাখালি হাইস্কুল। কলেজগুলির মধ্যে মেদিনীপুর সিটি কলেজ। প্রতিবছর জেলা প্রশাসনের বিচারে এই পুরস্কার প্রদান করা হয়।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Midnapore City College
নিজস্ব চিত্র

পশ্চিমবঙ্গ সরকার জেলাগুলিকে ২০১৩ সাল থেকে ধারাবাহিকভাবে এই পুরস্কার দিয়ে আসছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। সেই বিচারে দশম বর্ষ কন্যাশ্রী দিবসে জেলার মধ্যে নজর কাড়া সাফল্য পেল সোনাখালি হাইস্কুল। ওই স্কুলের প্রধান শিক্ষিকা মালবিকা পাল বলেন, “২০২২-২০২৩ শিক্ষাবর্ষে কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্যমাত্রা যেটা ছিল সেটা আমরা রূপায়ন করতে পেরেছি। আমরা ২৪৯ টি কে-১, ১১৮টি কে-২ রিনিউ করেছি। সেই বিচারেই আমরা জেলার মধ্যে প্রথম হয়েছি।

এই পুরস্কার শুধু কন্যাশ্রী নয়, আমাদের স্কুলকে সমস্ত দিক থেকেই খুব উৎসাহিত করবে।” অন্যদিকে উচ্চশিক্ষার কলজেগুলিতে পাঠরত ছাত্রীদের নিরিখে প্রথম শালবনী ব্লকের অধীন মেদিনীপুর সিটি কলেজ। মেদিনীপুর শহরের উপকণ্ঠে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত এই কলেজে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় সাত হাজারের কাছাকাছি। তার মধ্যে কন্যাশ্রী প্রকল্পের আওতায় প্রায় চার হাজারের অধিক ছাত্রী পড়াশোনা করে। ২০২১ – ২০২২ শিক্ষাবর্ষে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে উচ্চশিক্ষার কন্যাশ্রী প্রকল্পে তৃতীয় স্থান পেয়েছিল।

Midnapore City College

আরও পড়ুন : যুবককে বেধড়ক মেরে যুবতীকে ‘অপহরণ’, গভীর রাতে জঙ্গল সংলগ্ন গ্রাম থেকে উদ্ধার পুলিশের, রাতভর তল্লাশি, আটক ২

আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপিকা সহ চালকের

এবার প্রথম হয়েছে। এই সাফল্যে স্বভাবতই খুশি অধ্যক্ষ সুদীপ্ত চক্রবর্তী সহ সকল অধ্যাপক- অধ্যাপিকা থেকে ছাত্র-ছাত্রীরা। সোমবার জেলা পরিষদের শহীদ প্রদ্যুৎ স্মৃতিভবনে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন, মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত, জেলা শাসক খুরশীদ আলি কাদেরী, জেলা পরিষদের নবনির্বাচিত সভাধিপতি প্রতিভা মাইতি সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

সিটি কলেজের কর্ণধার প্রদীপ ঘোষ বলেন, “আমরা আমাদের মেয়েদের নিরন্তর শিক্ষা দিয়ে থাকি যাতে তারা মূল শিক্ষার আঙিনা থেকে পড়তে পড়তে ড্রপ আউট না হয়। বাল্যবিবাহের কুফল সম্পর্কিত শীর্ষক আলোচনা বিষয়ক কর্মসূচি ক্যাম্পাসে বিভিন্ন বিভাগ প্রায় সময়ই আয়োজন করে থাকে। এই পুরস্কারপ্রাপ্তি আগামী দিনে আমাদের আরও অনুপ্রাণিত করবে, আমরা বিদ্যাসাগরের জেলার বহু সংখ্যক ছাত্রীকে সেই পরামর্শে উদ্বুদ্ধ করবো।

তারা যাতে উচ্চ শিক্ষার আঙিনায় আসে।” জেলাশাসক খুরশীদ আলি কাদেরী বলেন, “এবছর ৩০৯ জন নাবালিকার বিয়ে আটকেছে কন্যাশ্রীরা। এখন পর্যন্ত জেলায় একুশ শতাংশ নাবালিকা গর্ভবতী। তবে আগের থেকে নাবালিকা বিবাহ কমানো গিয়েছে বেশ কিছু পদক্ষেপ নেওয়ায়। এটা বিদ্যাসাগরের জেলা, শিক্ষা প্রসারের পাশাপাশি এখানে জিরো শতাংশ বাল্যবিবাহ করার প্রতিজ্ঞা নিতে হবে আমাদের।”

আরও পড়ুন : স্নান করতে নেমে ক্ষীরপাই কেঠিয়া নদীতে তলিয়ে নিখোঁজ ঘাটালের স্কুল পড়ুয়া

আরও পড়ুন : বিজেপির ঘাটাল-মেদিনীপুর-ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার তিন সভাপতিকেই পূনর্বহাল রাখলো রাজ্য বিজেপি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore City College

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.