পত্রিকা প্রতিনিধিঃ রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ নিন্মমুখী হলেও ভয় বাড়াচ্ছে করোনার তৃতীয় ঢেউ। আর সেই ঢেউ আসার আগে রাজ্য সরকারের পাশাপাশি সতর্কতা মূলক পদক্ষেপ নিতে শুরু করেছে ঝাড়গ্ৰাম জেলা প্রশাসন। ইতিমধ্যে এই জেলার প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছেন, ঝাড়গ্রাম শহর ওয়ার্ডের ১৪ টি এলাকায় এবং সাঁকরাইলের কুলটিকরি বাজার ২২ জুলাই ভোর ৫ টা থেকে ৩১ জুলাই ভোর ৫ টা পর্যন্ত কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত থাকবে।
বৃহস্পতিবার সকাল থেকেই পুলিশের কড়া নজর দারি চলছে সাঁকরাইল থানার অন্তগর্ত কুলটিকরী এলাকায়। উল্লেখ্য, জরুরী পরিষেবা ছাড়াকোনও মানুষকে অকারনে বাজারে এলে তাদের বাড়ির উদ্দেশ্য ফিরিয়ে দেওয়া হচ্ছে। তাছাড়া এই বাজারে আসা কোন ব্যক্তিকে বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র জরুরী পরিষেবায় মিলছে ছাড়।
আর এই কনটেইনমেন্ট জোন এলাকায় খোলা রয়েছে শুধুমাত্র ওষুধ দোকান ও ব্যাংকের পরিষেবা।ঝাড়গ্রাম শহরের ১৮ টি ওয়ার্ডের ১৪ টিতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কড়া ভূমিকা নিয়েছে জেলা প্রশাসন। মাইক্রো কনটেইমেন্ট জোন করে বিধি নিষেধ আরোপ করা হয়। বেলা ১১ টা পর্যন্ত শুধু সবজি, মাছ, ফুল বাজার খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে। বাকি বাজার খোলা থাকবে বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। তবে লকডাউনে কিছুটা সমস্যার মধ্যে পড়েছে ছোট ব্যবসায়ী।