ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্রে জয়লাভ করেছেন জুন মালিয়া। যিনি মেদিনীপুর বিধানসভার বিধায়ক ছিলেন। সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় খুব শীঘ্রই এই বিধানসভা আসনে ইস্তফা দেবেন তিনি। তবে তার আগেই জোর চর্চা শুরু হয়েছে কে হবেন উপনির্বাচনে প্রার্থী। শাসক দল তৃণমূল ছাড়াও বিজেপির মধ্যেও জোর চর্চা শুরু হয়েছে। উঠে আসছে একাধিক নাম। তবে ময়দানে নেমে পড়েছে আরএসএস। তারা চাইছে দিলীপ ঘোষকে মেদিনীপুরে উপনির্বাচনে প্রার্থী করা হোক।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
শুধু তাই নয় এই কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে জিতিয়ে বিরোধী দলনেতা করার জন্যও প্রস্তাব রাখছে তারা। দিলীপ প্রথম থেকেই আরএসএস কর্মী বলেই পরিচিত। মেদিনীপুরে বিজেপির সংগঠন বিস্তারে তার ভূমিকা রয়েছে। লোকসভা নির্বাচনে তাঁকে মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করা হয়। সেখানে তিনি পরাজিত হন। পাশাপাশি মেদিনীপুর আসনটিও হাতছাড়া হয় বিজেপির। যা নিয়ে কর্মীদের ক্ষোভ রয়েছে বিজেপির রাজ্য সভাপতি ও শুভেন্দু-র বিরুদ্ধে। সূত্রের খবর, মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে দিলীপ ঘোষকে প্রার্থী করা নিয়ে দিল্লিতে জানিয়েছে আরএসএস। তাদের দাবি, দিলীপ ঘোষকে মেদিনীপুর কেন্দ্র থেকে সরানো হলেও এখনও যথেষ্ট প্রভাব রয়েছে তার।
Medinipur Assembly
আরও পড়ুন : রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির
আরও পড়ুন : সময়সীমার আগেই বঙ্গে প্রবেশ বর্ষা কাল, আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
অন্য দলের নেতারাও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে পছন্দ করেন তাঁকে। ফলে আরএসএস-এর ঘরের ছেলে দিলীপ ঘোষকে পুনরায় মেদিনীপুর থেকে বিধায়ক হয়ে বিরোধী দলনেতা হিসেবে চাইছে সঙ্ঘ। পাশাপাশি জুন মালিয়া সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পরেই তৃণমূলের অন্দরেও চর্চা শুরু হয়েছে কে হবে প্রার্থী। একাধিক নামও উঠে আসছে। তাতে রয়েছে মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী, জুন ঘনিষ্ঠ মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। এই তিনজনই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জুন মালিয়ার জয়ের পেছনে বড় ভূমিকা নিয়েছিলেন। তবে জল্পনা যায় থাকুক প্রার্থী কে হবেন তা রাজ্য নেতৃত্ব শেষ সিদ্ধান্ত নেবে বলে দলের তরফে জানা গিয়েছে।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Medinipur Assembly
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper