Homeless for fear of BJP
আরও পড়ুন ঃ-করোনা আক্রান্ত এক মাসের শিশুকন্যাকে সুস্থ করে নজির পাঁশকুড়া নার্সিংহোমে
বিজেপির ভয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘরছাড়া হওয়ার ঘটনায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। ভগবানপুর বিধানসভার অর্জুননগর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশকিছু তৃণমূল কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
বেশকিছু তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য, সক্রিয় কর্মী ঘরছাড়া হয়ে গেছেন বলেও দাবি করছেন ভগবানপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শশাঙ্ক জানা। সোমবার ভগবানপুরের তৃণমূল বিধায়ক অর্ধেন্দুশেখর মাইতি, ভগবানপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শশাঙ্ক জানা সহ তৃণমূলের বেশ কিছু নেতা অর্জুন নগর গ্রাম পঞ্চায়েত এলাকার ওইসব আক্রান্ত পরিবারে লোকজনের সাথে দেখা করতে যান।
শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর থেকেই ভগবানপুর, পটাশপুর ও খেজুরির বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ও তৃণমূল নেতাকর্মীদের আক্রান্ত হওয়ার খবর এখন নিত্যদিনের ঘটনা। এই মুহূর্তে অর্জুন নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।
এবিষয়ে ভগবানপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শশাঙ্ক জানা অভিযোগ, “বিজেপির লোকজন হামলা চালানোর ফলে বহু বাড়ি ভাঙচুর হয়েছে। বহু কর্মী ঘরছাড়া। বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপির ব্লক নেতৃত্ব”। ভগবানপুরের বিজেপি নেতা প্রশান্ত পণ্ডা বললেন, “গ্রামবাসীদের ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেসের লোকজন। এর সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নাই”।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ওই জেলারই বাসিন্দা হলেন রাজ্যের সদ্য প্রাক্তন পরিবহণ দফতরের মন্ত্রী শুভেন্দু অধিকারী। যার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলের। মন্ত্রিত্ব ত্যাগের পরে দাদার অনুগামীদের নানাবিধ ক্রিয়াকলাপের কারণে শুভেন্দুর বিজেপি যোগের জল্পনা তৈরি হয়েছে। দিন দুই আগে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে গেরুয়া রঙ করে তা শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Homeless for fear of BJP
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore