Home » এক রাতের প্রবল বর্ষণে জলের তলায় মেদিনীপুর শহরের বহু এলাকা

এক রাতের প্রবল বর্ষণে জলের তলায় মেদিনীপুর শহরের বহু এলাকা

by Biplabi Sabyasachi
0 comments

Medinipur

আরও পড়ুন ঃনিকাশিতে বেহাল! জলমগ্ন রেল শহরের বিভিন্ন এলাকা, খড়্গপুর স্টেশনে ঢোকার মুখে ধস নামল রেললাইনে

পত্রিকা প্রতিনিধি: এক রাতের প্রবল বর্ষণে (Heavy Rain) পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলায় বন্যার পরিস্থিতি (Flood Situation)। মেদিনীপুর শহরের (Medinipur Town) বহু জায়গা জলের তলায়। কার্যত গৃহবন্দী মানুষজন। শহরের ধর্মা (Dharma), বিবেকানন্দনগর (Vivekanandanagar), প্রদোৎনগর (Prodyut Nagar), পাটনাবাজার (Patnabajar), জুগনিতলা (Jugnitala) সহ বিভিন্ন এলাকা জলের তলায়। দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। সকাল থেকে পানীয় জলের হাহাকার। রাস্তার উপর দিয়ে বইছে হাঁটু জল। তার মধ্যে ছুটে চলেছে গাড়ি। গুলিতেও জল ঢুকে পড়েছে।

ছবি- অরূপ নন্দী

জল নিকাশি ব্যবস্থা না থাকায় এই সমস্যা তীব্রতর হয়েছে। শহরের বিভিন্ন নালা আবর্জনায় বুজে রয়েছে। যার জেরে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। স্থানীয়দের অভিযোগ, পৌর প্রশাসন ব্যর্থ জল নিকাশি ব্যবস্থা করতে। ধর্মা এলাকার শিক্ষক তপন দাস (Tapan Das) বলেন, পৌর প্রশাসক (Municipality Administrator), জেলা শাসক(District Magistrate), এসডিও (SDO) থেকে শুরু করে সরকারি দপ্তরে বারে বারে জানানো সত্ত্বেও কোন উদ্যোগ তারা নেয়নি। শহরের নিকাশি নালা সংস্কার করে নি। তাই আজ এই পরিণতি।

প্রবল বর্ষণে জলের তলায় মেদিনীপুর শহরের বহু এলাকা,ছবি- অরূপ নন্দী

সব থেকে বেশি সমস্যায় পড়েছেন একতল বাড়িতে থাকা মানুষজন। জলের মধ্যেই রাত কেটেছে তাদের। বাড়িতে জল প্রবেশ করায় বাড়ছে সাপের উপদ্রব। যুদ্ধকালীন তৎপরতায় জল বের করার কোনো ব্যবস্থা না নিলে জমা জলে এলাকায় নানান রোগ ছড়িয়ে পড়তে পারে বলেও স্থানীয়দের আশংকা। তারা অনুরোধ জানিয়েছেন, পৌর (Municipality Administration)ও সাধারণ প্রশাসনকে দ্রুত জল বের করার জন্য ব্যবস্থা নেওয়ার। বৃহস্পতিবার সকালে প্রশাসনের পক্ষ থেকে নালা সংস্কার করার কাজ শুরু হয়েছে। জেসিবি দিয়ে চলছে নালা সংস্কার করে জল বের করার কাজ। শহরের বিভিন্ন এলাকায় যখন জল কমছে তখন ধর্মা এলাকায় বাড়ছে জল।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Medinipur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.