পত্রিকা প্রতিনিধি: গত কয়েকদিন আগে থেকেই পর্যটকদের জন্য মন্দারমনি সমুদ্র সৈকত খুলে দেওয়া হয়েছে। এরপর বৃহস্পতিবার সকালে মন্দারমনি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন পাঁচ পর্যটক। ঘটনায় সঙ্গে সঙ্গে পাঁচ পর্যটককে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পথ দুর্ঘটনার জেরে বেশকিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে গেলেও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে কলকাতার খিদিরপুর থেকে পাঁচ পর্যটকে একটি দল মন্দারমনির উদ্দেশ্যে যাচ্ছিল। এমন সময় ১১৬বি নন্দকুমার- দিঘা জাতীয় সড়কের হেঁড়িয়ার কাছে পথ দুর্ঘটনাটি ঘটে। এদিন মন্দারমনি যাওয়ার সময় হেঁড়িয়ার কাছে হঠাৎই একটি গাড়িকে ওভারটেক করতে যায় ওই পর্যটকদের গাড়ি। এরপর সামনে থেকে একটি ষাঁড় চলে আসায় পর্যটকদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ষাঁড়কে ধাক্কা মেরে পাশের নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ষাঁড়টির এবং গুরুতরভাবে জখম হয় ওই পাঁচ পর্যটকের দল। সঙ্গে সঙ্গে স্থানীয় তত্পরতায় ওই পর্যটকদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এদিকে দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানচলাচল স্তব্ধ হয়ে গেলেও পরে পুলিশকে যান চলাচল স্বাভাবিক করে।
0