পত্রিকা প্রতিনিধি: দিঘার সমুদ্রের গভীর থেকে মাছ ধরে ফেরার পথে হঠাৎই সমুদ্রে জলে ডুবে গেল মাছ ভর্তি ট্রলার।এই ঘটনার পর শনিবার সকালে মৎস্যজীবীদের ডুবে যাওয়া ট্রলারটি গভীর সমুদ্র থেকে জলের স্ত্রোতে সমুদ্রের চরে ভেসে আসে।
জানা গিয়েছে,গত দুদিন আগে একটি ট্রলারটি’কে নিয়ে ৫ জন মৎস্যজীবী দিঘার সমুদ্রের গভীরে পাড়ি দিয়েছিলন।তারপর শুক্রবার সন্ধ্যায় ট্রলারে মাছ ভর্তি করে ফেরার পথে মান্দারমনি থেকে প্রায় দুই নয়টি মাইল দূরে ডুবে যায় ওই ট্রলারটি।এই ঘটনার পর কোনরকমে ৫ জন মৎস্যজীবী সাঁতার কেটে তারা মান্দারমনির পাড়ে ওঠে আসেন।এই ঘটনায় খবর পেয়ে নৌকার মালিক মান্দারমনি উপকূল থানায় খবর দেয় যে নিউ জলধা গ্রামের আইদুল মহম্মদ নামের তার একটি ট্রলার ডুবে গিয়েছে।
মৎস্যজীবী সূত্রে জানা গিয়েছে,শুক্রবার সন্ধ্যায় তারা সকলে মাছ ধরে ট্রলার ভর্তি মাছ নিয়ে ফেরার সময় হঠাৎই বালি চড়া লেগে ডুবে যায় ট্রলারটি।এরপর কোনরকম সকলে সাঁতার কেটে সবাই মান্দারমনির পাড়ে উঠে আসেন।