yaas damaged
আরও পড়ুন ঃ-রুপনারায়ন নদীর করালগ্রাসে বাঁধ ভেঙে প্লাবিত ১৫০ টি বাড়ি
পত্রিকা প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘যশ’ এর তান্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে পূর্ব মেদিনীপুর। ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। তবে গত ২৪ ঘন্টারও বেশি সময় ধরে নবান্নে কাটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি মুহূর্তে কন্ট্রোল রুমে নজর রেখেছেন। রাজ্যের পরিস্থিতি কি তা নিয়ে দফায় দফায় রাতে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তবে দুর্যোগ কেটে যেতেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের প্রশাসনিক প্রধান।আর আতঙ্ক নয়, এভাবেই মানুষকে সতর্ক করেন তিনি। তবে দুর্যোগ কেটে গেলেও এখনও মানুষকে ত্রাণ শিবিরগুলি থেকে না বার হওয়ার জন্যে বলেছেন তিনি। অন্যদিকে বন্যা বিধ্বস্ত এলাকাগুলিতেও যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।তবে এরাজ্যে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে মেদিনীপুর। তাই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা পরিদর্শন করতে শুক্রবার আসবেন তিনি।
তার কিছুক্ষণ পরে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সমস্ত সূচি প্রকাশ করেন। তিনি বলেন, শুক্রবার দিন প্রথমে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ধামাখালি বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করে, রিভিউ কমিটির বৈঠকে বসবেন হিঙ্গলগঞ্জ এ। তারপর দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে যাবেন তিনি। সেখান থেকেই হেলিকপ্টারে করে পূর্ব মেদিনীপুর পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাতে তিনি থাকবেন দিঘাতেই। এরপর আগামী ২৯ মে দিঘা উপকূলে প্রশাসনিক বৈঠক করবেন তিনি বলে জানা যাচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
yaas damaged
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore