Home » দিঘায় মন্দির সৌন্দর্যায়নে ১২কোটি টাকা বরাদ্দ রাজ্য সরকারের

দিঘায় মন্দির সৌন্দর্যায়নে ১২কোটি টাকা বরাদ্দ রাজ্য সরকারের

by Biplabi Sabyasachi
0 comments

শুভম সিং: পুরীর আদলে জগন্নাথ মন্দির দিঘাতে ও তৈরি হবে গত বছর দিঘায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বছর ঘুরে আবারও নতুন বছর এলেও মন্দির নির্মাণের কাজ শুরু হয়নি তবে ওল্ড দীঘায় জগন্নাথ মন্দিরের সংলগ্ন এলাকায় সৌন্দর্যায়ন সহ একাধিক পরিকাঠামো উন্নয়নের জন্য ইতিমধ্যে। Digha Temple, Digha Temple, mamata banerjee, Purba Medinipur News, Digha Jagannath Temple, Biplabi Sabysachi news, Latest Bengali News, bengal news

আরও পড়ুন- আর.টি.পি.সি.‍আর ও অ্যন্টিজেন রিপোর্টে মেদিনীপুর শহর সহ সদর ব্লকে ফের কোভিড আক্রান্ত ৩৪ জন


প্রায় ১২কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। তবে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে যেকোনো ঠিকাও সংস্থাকে এই টেন্ডার দেওয়া হবে জানিয়েছে দিঘা উন্নয়ন পর্ষদ ।দীঘা উন্নয়ন প্রশাসন সূত্রে জানা গিয়েছে,মন্দির সংলগ্ন এলাকায় সৌন্দর্যায়নের জন্য থাকছে জগন্নাথ ঘাট থেকে অপরিজিতা কটেজ পর্যন্ত হাই মাস্ট বাতি।তাছাড়া পর্যটকদের বসার জন্য জায়গা ও হাঁটার জন্য বাঁধানো রাস্তা ও বাসের প্যাভেলিয়ান বসানো হবে। পাশাপাশি পর্যটকদের জন্য রেস্তোরাঁ,শৌচাগার প্রভৃতি পরিকাঠামো তৈরি করা হবে।তবে সমস্ত প্রকল্প রূপায়ণ বাস্তবায়িত করতে ১৫কোটি ৩০ লক্ষ টাকা খরচ হবে বলে ।

আরও পড়ুন- আজকের পত্রিকা -১১ সেপ্টেম্বর, বাং- ২৫ ভাদ্র ১৪২৭

ফাইল চিত্র

আরও পড়ুন- মকরামপুরে বিজেপির সদস্যতা অভিযানে যোগ দিতে যাওয়ার সময় আক্রান্ত বিজেপির একাধিক নেতৃত্ব, অভিযুক্ত তৃণমূল

ডিএসডিএ’র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুজন কুমার দত্ত বলেন,বিউটিকিশেন প্রকল্প ও দিঘার জগন্নাথের স্নানঘাট থেকে কিছুটা এলাকা পর্যন্ত সৌন্দর্যায়নের পাশাপাশি পরিকাঠামোর উন্নয়নের জন্য টেন্ডার ডাকা হয়েছে।প্রসঙ্গত,গত বছর ডিসেম্বরে পূর্ব মেদিনীপুর জেলা সফরে এসে দিঘাতেই প্রশাসনিক বৈঠকের সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, দিঘায় যে জগন্নাথ মন্দির সেটিকে একটু বড় করে তৈরি করা হবে, যাতে পুরীর মতো এখানেও পর্যটকেরা এসে সমুদ্র ভ্রমণের সঙ্গে জগন্নাথ মন্দির দর্শনের সুযোগ পান। তারপর ফের দিঘায় এসেই তিনি বুঝিয়ে দিলেন, এই প্রকল্প রূপায়ণে তাঁর সরকার কতটা তৎপর।মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই দিঘায় জগন্নাথ মন্দির গড়ার পরিকল্পনা তৈরি করেছে জেলা প্রশাসন। দিঘায় কনভেশন সেন্টার উদ্বোধনের পরে সোজা এ দিন ওই মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী।এরপর তিনি মন্দিরের নকশায় মূল অংশ, প্রবেশপথ-সহ খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেন। তিনি বলেন, দিঘার জগন্নাথ মন্দিরকে নতুন করে গড়ে পুরীর ধাঁচেই ধর্মীয় পর্যটন ক্ষেত্র গড়ে তোলা হবে। প্রস্তাবিত জগন্নাথ মন্দিরের নকশা, প্রকল্প রিপোর্ট হাতে নিয়ে মঙ্গলবার মন্দিরের সামনে দাঁড়িয়েই তাঁর ঘোষণা, ‘‘জগন্নাথ মন্দির তৈরির জন্য আমাদের প্ল্যানিং হয়ে গিয়েছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.