পত্রিকা প্রতিনিধি: রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল।মাধ্যমিকে প্রথমস্থান অধিকার করলেন পূর্ববর্ধমানের মেমারি বিদ্যাসাগর মেমোরিয়ালের ছাত্র অরিত্র পাল ৷ তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৪। দ্বিতীয় কাটোয়ার অভীক দাস । প্রাপ্ত নম্বর ৬৯৩ ৷এবারও শহরকে টেক্কা দিল জেলা ৷ এবারের মাধ্যমিকে ফলাফলের দিকে এগিয়ে রইল পূর্ব মেদিনীপুর ৯৬.৫৯ ৷ পূর্ব মেদিনীপুরে ফলাফলের শতকরা হার ৯৬.৫৯ ৷ দ্বিতীয়স্থানে পশ্চিম মেদিনীপুর ৯২.১৬ শতাংশ ৷ তৃতীয়স্থানে কলকাতা ৯১.৭ ৷ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। এবারে পরীক্ষায় বসেছিলেন ১০ লক্ষ ৩৫ হাজার।
মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী তথা রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুরের দেবস্মিতা মহাপাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯০। ভবানীচক হাইস্কুলের ছাত্রী।মা ভবানীচক হাইস্কুলের ভূগোলের শিক্ষিকা,বাবা বনমালী চট্টা হাইস্কুলের শিক্ষক। পড়াশুনোর পাশাপাশি দেবস্মিতা গল্প বই পড়তে ভালোবাসে।
0