বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: রাস্তায় কুড়িয়ে পাওয়া ব্যাগ থানায় জমা দিয়েছিলেন দুই যুবক। হারিয়ে যাওয়া সেই ব্যাগ ফিরে পেলেন মহিলা। রবিবার ওই মহিলার হাতে ব্যাগ সহ টাকা ও মোবাইল তুলে দেওয়া হয় গুড়গুড়িপাল থানার পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য, কয়েকদিন আগে ঝাড়গ্রামের খালশিউলির দিক থেকে পশ্চিম মেদিনীপুরে নিজেদের বাড়ির দিকে আসছিলেন দুই যুবক কৌশিক বেরা ও রাজদীপ দাস।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : আপত্তি উপেক্ষা করেই ক্যান্সার রোগীদের চুল দান স্কুল ছাত্রীর
কনকাবতীতে কংসাবতী নদীর বাঁশের সাঁকো পেরোনোর সময় দেখতে পান একটি ব্যাগ পড়ে রয়েছে। তাতে ১৩৫০ টাকা ও একটি মোবাইল রয়েছে। ব্যাগ নিয়ে ওই দুই যুবক পৌঁছান গুড়গুড়িপাল থানায়। কর্তব্যরত পুলিশ অফিসারের হাতে ওই ব্যাগ তুলে দেন। সেই ব্যাগের মালিকের খোঁজ শুরু করে পুলিশ। ব্যাগে থাকা মোবাইলে কোন সিম কার্ড না থাকায় ফোন আসেনি। মোবাইলে ২০১৩ সালে শেষ ডায়াল করা কয়েকটি নম্বর ধরে যোগাযোগ করতে খোঁজ মিললো ব্যাগের মালিকের। ব্যাগটি একজন মহিলার। ওই মহিলার নাম কৃষ্ণা দাস, বাড়ি ঝাড়গ্রামের পাকুড়িয়াপাল। তিনি কংসাবতী নদী পেরিয়ে খড়িকাশুলি এলাকায় যাচ্ছিলেন। সেই সময় কোন কারনে ব্যাগটি পড়ে যায়।

আরও পড়ুন : শরীরে জ্বলছে দাউ দাউ করে আগুন, রাস্তায় দৌড়, হাড়-হিম করা ঘটনা মেদিনীপুর
রবিবার তিনি থানায় এসে উপযুক্ত প্রমাণ দেখিয়ে ব্যাগ সহ ব্যাগে থাকা ১৩৫০ টাকা এবং মোবাইলটি ফিরে পান। ব্যাগ যে তিনি ফিরে পাবেন তা ভাবতেও পারেন নি। ওই মহিলা জানান, “আমি আশা ছেড়ে দিয়েছিলাম ব্যাগটা ফিরে পাওয়ার। কিন্তু থানা থেকে আমার সঙ্গে যোগাযোগ করে জানানোর পর আমি অবাক হয়ে গিয়েছিলাম।” ওই দুই যুবক এবং গুড়গুড়িপাল থানার পুলিশকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ওই মহিলা ও তার পরিবার।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Lost bag
Biplabi Sabyasachi Largest Bengali Newspaper