0
পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের গোকুলপুরে ব্রিজ ভেঙে রেল লাইনের পড়লো মাল বোঝাই লরি। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, মাল বোঝাই একটি লরি গোকুলপুরে রেল লাইনের উপরে ব্রিজ পেরোনোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ধারের রেলিং ভেঙে রেল লাইনের উপর উল্টে যায়। যদিও ঐ সময় রেল লাইন দিয়ে কোন ট্রেন চলাচল করেনি বলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় লরির চালক সহ খালাসী।