Lok Sabha Election: “As many lakh votes as I get, I will plant lakhs of trees all over the Ghatal”
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী দেব তথা দীপক অধিকারী বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে হাজির হলেন মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরে। তার আগে ঘাটালে একটি রক্তদান শিবিরে রক্তদান করেন। এদিন মেদিনীপুর শহরে ফেডারেশন হলে এসে তৃণমূলের প্রাক্তন প্রয়াত বিধায়ক মৃগেন মাইতির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে রোড শো করে হাজির হোন জেলা শাসক দপ্তরে। মনোনয়ন শেষে তিনি জানান, “যত লক্ষ ভোট পাব, তত লক্ষ গাছ লাগাবো।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
দেশের মধ্যে ঘাটাল লোকসভা বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে থাকবে। নির্বাচনের সময় ঘোষণা করে রাখলাম।” রক্তদানের বিষয়ে তিনি বলেন, “জনপ্রতিনিধিদের মনোনয়ন এরকমই হওয়া উচিত। দুদিন আগেই জানতে পেরেছিলাম ব্লাড ব্যাংক থেকে সেখানে ব্লাড সংকট রয়েছে। আমার টিম বলেছিল মন্দিরে যাওয়ার জন্য মনোনয়ন দিতে আসার আগে, কিন্তু আমি সেখানে না গিয়ে রক্তদান শিবিরে রক্ত দিতে গিয়েছিলাম। আমি জানতাম সমস্ত সংবাদ মাধ্যম থাকবে তো তাদের মাধ্যম দিয়ে এই বার্তাটা আমি দিতে পারব।
Lok Sabha Election
আরও পড়ুন : মাধ্যমিকে এবারেও সেরা দশে পূর্বের ৭ পড়ুয়া, পড়ুন বিস্তারিত
আরও পড়ুন : “আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাঠি”! ঝাড়গ্রামে মাধ্যমিকে প্রথম অন্বেষার লক্ষ্য ইঞ্জিনিয়ারিং
থ্যালাসিমিয়া যে সমস্ত রোগীরা রয়েছে তাদের বেঁচে থাকার যে দায়িত্বটা আমার মনে হয় সেটা আমরাও নিতে পারি। সেই সঙ্গে আরও একটা সিদ্ধান্ত নিয়েছি আমি, এই যে গত ৭০ বছরের রেকর্ড ভেঙে গরম পড়েছে তার পেছনে উষ্ণায়ন একটা কারণ। তাই গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। যতগুলো ভোট পড়বে ততগুলো গাছ লাগাবো। সেটা যদি ৯ লক্ষ ভোট পড়ে তো, ৯ লক্ষ গাছ লাগাবো। জনপ্রতিনিধিদের কাজ শুধু উন্নয়ন, ভোট নিয়ে চলে যাওয়া নয়। এই গাছ লাগানোর মত বিষয়গুলিতেও গুরুত্ব দেওয়া দরকার। গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র দেশের মধ্যে এগিয়ে থাকবে সেটা এই নির্বাচনের সময় বলে গেলাম।”
এদিন তার উল্টো দিকে থাকা বিজেপি প্রার্থী হিরন চ্যাটার্জী প্রসঙ্গে দেব বলেন, “উনি অনেক অনেক জ্ঞানী গুণী মানুষ। ওনার আর কোন বার্তা লাগেনা। ও সব জানতা প্রার্থী, ওকে শুভেচ্ছা। ঠাকুরের কাছে প্রার্থনা করব ওকে একটু সৎ বুদ্ধি দিক। শান্তি দিক। কেননা ও অনেক অশান্তির মধ্যে আছে। ওর কথাবার্তার মধ্যে তা বোঝা যায়। ওর ভালোবাসার খুব প্রয়োজন। মানুষ খিটখিটে কখন হয়, যখন সে ভালোবাসা পায় না। চারদিক থেকে ভালোবাসার অভাব ঘটছে ওর। তাই তিক্ত পরিস্থিতি হয়েছে। আমার মনোনয়নের দিনে ওর জন্য রইল বুক ভরা ভালবাসা। ঘাটালের মানুষকে বলব ছেলেটা খুব একটা খারাপ না। রাজনীতিতে এসেছে ও জিততে চায়। তাই জেতার জন্য এই রাস্তাটা নিয়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্রের পক্ষ থেকে ওকে শুভেচ্ছা।”
আরও পড়ুন : জেলায় মেয়েদের মধ্যে প্রথম মেদিনীপুর মিশন গার্লসের তনুকা
আরও পড়ুন : মাধ্যমিকে জেলায় প্রথম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ , প্রাপ্ত নম্বর ৬৮৮
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Lok Sabha Election
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper