Home » রাজ‍্যে ফের বাড়ল লকডাউনের মেয়াদ , জারি নাইট কার্ফু, বন্ধই থাকছে লোকাল ট্রেন

রাজ‍্যে ফের বাড়ল লকডাউনের মেয়াদ , জারি নাইট কার্ফু, বন্ধই থাকছে লোকাল ট্রেন

by Biplabi Sabyasachi
0 comments

Lockdown period extended

পত্রিকা প্রতিনিধিঃ এরাজ‍্যে করোনা (Covid-19) সংক্রমণ ফের উদ্ধমুখী । করোনার দ্বিতীয় ঢেউয়ের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই আতঙ্ক বাড়াচ্ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা।এরই মধ্যে এগিয়ে আসছে উৎসবের মরশুম।সামনেই জন্মাষ্টমী (Janmastami), আসছে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। আর তার আগেই এরাজ্যে ফের লকডাউন (Lockdown)-এর বাড়ল মেয়াদ । শনিবার নবান্ন (Nabanna) থেকে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, করোনা আবহে আগামী ১৫ সেপ্টেম্বর (September) পর্যন্ত বহাল থাকছে বিধিনিষেধ। বন্ধই থাকছে লোকাল ট্রেন (Local Train)। তবে ছাড়া দেওয়া হয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টারগুলিকে (Coaching Center)। নির্দেশিকায় বলা হয়েছে, ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে করোনার বিধি মেনে খোলা যাবে প্রশিক্ষণ কেন্দ্রগুলি।বাজার-হাট খোলার ক্ষেত্রে আগের নিয়মই বজায় থাকবে।তবে এহেন অবস্থায় এই পরিস্থিতিতে এদিনও মুখ্যমন্ত্রী (Chief Minister) জানিয়েছেন, পুজোর পরে স্কুল খোলার ভাবনা রয়েছে সরকারের।

আরও পড়ুন:- খোদ মেদিনীপুর শহরে প্রকাশ্যে চললো গুলি! এলাকায় আতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

প্রতীকি ছবি

আরও পড়ুন:- পটাশপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্ৰেফতার যুবক , শুরু রাজনৈতিক তরজা

আর এই পরিস্থিতিতে শনিবার সব রাজ্যের মুখ্যসচিবদের কাছে নতুন নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।তাতে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে করোনা সংক্রান্ত গাইডলাইন বলবৎ থাকবে।রাজ্যকে দেওয়া চিঠিতে স্থানীয় স্তরে সংক্রমণ রুখতে কনটেনমেন্ট জোন গঠনে জোর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা (Ajay Bhalla)।এদিন নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত গাড়ি ও সাধারণ মানুষের বাইরে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহালই থাকছে। স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও কৃষিসামগ্রী সহ অন্যান্য অত্যাবশ্যক সামগ্রী ও অন্যান্য জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় থাকছে।

আরও পড়ুন:- ফের ঝাড়গ্রামে হাতিকে উত্যক্ত করার ভিডিও ভাইরাল, অভিযুক্তের খোঁজ শুরু করল বন দফতর

প্রসঙ্গত, রাজ্য সরকারের পক্ষ থেকে গত ১২ অগাস্ট জানানো হয়েছিল যে, ৩০ অগাস্ট পর্যন্ত বহাল থাকছে বিধিনিষেধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন। এর পাশাপাশি রাজ্যে জারি থাকবে বিধি-নিষেধও। তবে এরাজ‍্য লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় নানারকম অসুবিধার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। অফিসে পৌঁছনো হোক বা জরুরি প্রয়োজনে কোথাও যাওয়া, দূরপাল্লার যাত্রীদের ক্ষেত্রে অন্যতম মাধ্যম লোকাল ট্রেন। কিন্তু, সেই পরিষেবা দীর্ঘদিন বন্ধ থাকায় দুর্ভোগ বাড়ছে। 

আরও পড়ুন:- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে সরল ‘মা’ ক্যান্টিন

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Lockdown period extended

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.