পত্রিকা প্রতিনিধি: করোনা লকডাউনের জেরে বন্ধ পার্ক,পার্ক থেকে মোটা অঙ্কের আয় বন্ধ পঞ্চায়েতের।চন্দ্রকোনা ২ নং ব্লকের ভগবন্তপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের খিরেটিতে ১১ ই ডিসেম্বর ২০১৯ সালে পঞ্চায়েতের উদ্যোগে এমজিএনআরজি প্রকল্পে গড়ে তোলা হয়েছিল স্বপ্ননীল নামের চন্দ্রকোনার একমাত্র বৃহৎ পার্ক।পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি পার্কের উদ্বোধন করে গিয়েছিলেন।তারপর থেকে বিনোদন মুলক ওই পার্ক থেকে পঞ্চায়েতের প্রতিদিন প্রায় ২ হাজার টাকা করে আয় হতো মাসের শেষে পঞ্চায়েতের ফান্ডে বড় অঙ্কের আয়ের টাকা জমা পড়তো পার্ক থেকে।সেই টাকা দিয়েই পঞ্চায়েত এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজও চলছিল।করোনা লকডাউনের জেরে বন্ধ পার্ক বর্তমানে তালাবদ্ধ অবস্থায় পড়ে।এর জেরে পঞ্চায়েতের পার্ক থেকে নিজস্ব আয়ের পথও বন্ধ কবে পার্ক খুলবে এখনও নিশ্চয়তা নেই।চিন্তায় পঞ্চায়েত কর্তৃপক্ষ,হতাশ পর্যটকরাও।ইসমাইল খাঁন (প্রধান,ভগবন্তপুর ২ গ্রাম পঞ্চায়েত) জানান, “১১ ডিসেম্বর উদ্বোধনের পরেই পার্কে কচিকাঁচা থেকে শুরু করে সমম্ত ধরণের মানুষই যাতায়াত করতেন।এরফলে একটি বড়মাপের টাকার অঙ্ক পঞ্চায়েতে জমা পড়ত, সেটাও এখন বন্ধ।”
0
previous post
আজকের পত্রিকা- ৬ জুলাই ২০২০, বাং-২১ আষাঢ় ১৪২৭
next post