পত্রিকা প্রতিনিধি :ঘূর্ণিঝড় ‘উমপুন’ এর দাপটে ক্ষতিগ্রস্ত রাজ্যের বিভিন্ন জেলা গুলি ।লাগাতার ঝড় বৃষ্টির ফলে ভেঙে পড়েছে জেলার কাঁচা বাড়ি গুলি ।এবার বজ্রপাতে খড়ের ছাউনির বাড়ি পুড়লো পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার শালিকা গ্রামের কানু দোলুই নামে এক ব্যক্তির। কানু দোলই পেশায় বিড়ি শ্রমিক। ঘটনাটি বুধবার রাত্রি এগারোটা নাগাদ। পাশের বাড়ির লোকজন ধুঁয়া দেখতে পেয়ে বাইরে বেরিয়ে দেখেন আগুন লেগেছে ঐ বাড়িতে। পরে গ্রামের লোকজন উপস্থিত হয়ে আগুন নিভানোর ব্যবস্থা করেন। কানু বাবু বলেন, বাজ পড়ে বাড়ি পুড়ে গিয়েছে। তাঁর সঙ্গে বাড়িতে থাকা ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের পাশ বই, সাত হাজার টাকা সহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। সকালে স্থানীয় যুবকরা বাড়ির খড়, মাটি, বাঁশ সরিয়ে অন্যান্য জিনিস বের করার চেষ্টা করে।
0
previous post