Lightning death
আরও পড়ুন ঃ–প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাব্রতী তথা কলেজিয়েট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হরিপদ মন্ডল
পত্রিকা প্রতিনিধি: ফের বাজ পড়ে মৃত্যু হল দুজনের। আহত হন এক মহিলা। আহত মহিলাপ্রতিমা মাহাত কে চিল্কিগড় হাসপাতালে ভর্তি করা হয়েছে।মৃত ব্যাক্তিদের নাম বৃহস্পতি মাহাত এবং মদন রানা। মৃত দুই ব্যাক্তির দেহ ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম হাসপাতালে আনা হয়েছে।
আরও পড়ুন ঃ–পশ্চিম মেদিনীপুরে ইয়াসের ক্ষতিতে প্রশাসনের হিসেব ছাড়িয়ে দ্বিগুণ জমা পড়তে পারে আবেদন
আজ(রবিবার) সকাল থেকেই বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায়। দুপুর নাগাদ বৃষ্টি এবং বাজ পড়া দুটোই বাড়তে থাকে। স্থানীয়রা জানান, জামবনী থানার মুরাকাটি, লালবাঁধ অঞ্চলে চাষের কাজে গিয়ে ছিলেন ওই দুই ব্যক্তি। কাজের শেষে বাড়ি ফেরার পথে মাঠের পাশ দিয়ে আসছিলরন বৃহস্পতি ও মদন। আসার সময় বজ্রপাতের সঙ্গে মুশুল ধারায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হওয়ায় গাছের তলায় দাড়িয়ে থাকার সময় বাজ পড়ে। ঘটনা স্থলেই মৃত্যু হয় দুজনের।
কিছু দূরে থাকা প্রতিমা গুরুতর আহত হন ।তড়ি ঘড়ি স্থানীয় মানুষ দেখতে পেয়ে উদ্ধার করে প্রতিমাকে হাসপাতালে পাঠায় ।পরে জামবনী থানার পুলিশ কে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মৃত দেহ দুটি উদ্ধার করে। এরপরেই ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয় তাদের মৃতদেহ। এই ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Lightning death
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore