Home » Primary TET : চাকরি প্রার্থীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগে মেদিনীপুর শহরে বিক্ষোভ বাম-বিজেপির

Primary TET : চাকরি প্রার্থীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগে মেদিনীপুর শহরে বিক্ষোভ বাম-বিজেপির

by Biplabi Sabyasachi
0 comments

Primary TET : কলকাতার করুণাময়ীতে টেট পাশ অনশনরত চাকরি প্রার্থীদের ওপর পুলিশি অত্যাচার হয়েছে-এমন অভিযোগ তুলে মেদিনীপুর শহরে শুক্রবার বিভিন্ন সংগঠনের বিক্ষোভ- অবরোধ কর্মসূচী। এদিন গোলকুঁয়াচক এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র সংগঠন এসএফআই। জেলা শাসক দপ্তরের সামনে কালেক্টরেট মোড় অবরোধ করে বিজেপি।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কলকাতার করুণাময়ীতে টেট পাশ অনশনরত চাকরি প্রার্থীদের ওপর পুলিশি অত্যাচার হয়েছে-এমন অভিযোগ তুলে মেদিনীপুর শহরে শুক্রবার বিভিন্ন সংগঠনের বিক্ষোভ- অবরোধ কর্মসূচী। এদিন গোলকুঁয়াচক এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র সংগঠন এসএফআই। জেলা শাসক দপ্তরের সামনে কালেক্টরেট মোড় অবরোধ করে বিজেপি।

Primary TET
নিজস্ব চিত্র

সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের সামনে বিক্ষোভ নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির। শহরে প্রতিবাদ মিছিল করে ছাত্র সংগঠন ডিএসও। বাম-বিজেপির অভিযোগ, রাজ্য সরকার অত্যন্ত নৃশংসভাবে পুলিশ দিয়ে জোর করে অনশনকারীদের নিউটাউন থানায় নিয়ে যায়। যা সরকারের চূড়ান্ত উদ্ধত্যকেই প্রকাশ করে। ঘটনার প্রতিবাদ জানিয়ে ডিএসও-র জেলা সম্পাদিকা তনুশ্রী বেজ বলেন, “সরকারের এই স্বৈরাচারকে ধিক্কার জানাই।

Primary TET

আমরা দাবি করছি, ২০১৪ ও ২০১৭ র টেট উত্তীর্ণদের পুণরায় পরীক্ষা দিতে বাধ্য করা চলবে না। ২০১৪-র উত্তীর্ণ প্রার্থীদের ঐ সময় ঘোষিত শূন্যপদের ভিত্তিতে কাউন্সেলিংয়ের মাধ্যমে আগে নিয়োগ করতে হবে। ২০১৭-র উত্তীর্ণদের ২০১৭ সালে ঘোষিত শূন্যপদের ভিত্তিতে একই প্রক্রিয়ায় নিয়োগ করতে হবে। এই দুই নিয়োগ প্রক্রিয়া যতদিন সম্পূর্ণ না হচ্ছে ততদিন ঐ প্যানেলের মেয়াদ শেষ করা চলবে না।”

আরও পড়ুন : জোগান নেই বালির, কাজ না পেয়ে ফিরতে হচ্ছে বাড়ি, সংসারে অনটন নির্মাণ ও বালি খাদান শ্রমিকদের

পাশাপাশি পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের সামনে বিক্ষোভ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির। সংগঠনের সৈয়দ সাদ্দাম আলী বলেন, “রাজ্য সরকার সম্পূর্ণ ভাবে ব্যর্থ। একাধিক দুর্নীতিতে ডুবে গিয়েছে তারা। তাই টেটপাশ চাকরিপ্রার্থীদের এভাবে গভীর রাতে পুলিশ দিয়ে সন্ত্রাস চালানো হয়েছে উচ্ছেদের নামে। পুরুষ পুলিশ দিয়ে মহিলাদের ওপর হামলা চালানো হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা করছি আমরা।” বিজেপির জেলা সহ সভাপতি অরূপ দাস বলেন, “যোগ্যতা সম্পন্ন টেট পাশ করা চাকরি প্রার্থীদের ওপর কাপুরুষের মতো রাতের অন্ধকারে অত্যাচার চালিয়েছে পুলিশ। লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি চুরি করেছে তৃণমূল। আর চোরেদের সমর্থনে পুলিশ নির্মম লাঠি চালিয়েছে।”

আরও পড়ুন : মেদিনীপুরে বিদ্যাসাগর কো-অপারেটিভ ব্যাঙ্কের বোর্ড মিটিং-এ হাজির শুভেন্দু অধিকারী

আরও পড়ুন : বেড়েছে দেওয়ালির চাহিদা, ব্যস্ততা তুঙ্গে কুমোর পাড়ায়

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Primary TET

– Biplabi Sabyasachi Largest Bengali

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.