Good news for tourists! Laying the foundation stone of Jagannath temple in the style of Puri in Digha
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘায় জগন্নাথ মন্দিরের ভিত্তিস্থাপন হল মঙ্গলবার। এদিন বিশেষ পুজোর মাধ্যমে নারকেল ফাটিয়ে মন্দিরের ভিত্তিস্থাপনের সূচনা করেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
আরও পড়ুন :- তিন মাসের অপেক্ষা শেষ! পুলিশের তৎপরতায় পশ্চিম মেদিনীপুরে পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ মহিলা
এদিন ভিত্তিস্থাপনে এসে মন্ত্রী বলেন, মমতা ব্যানার্জীর উদ্দেশ্য দীঘার আকর্ষন বাড়নো। সেই কারনে এই জগন্নাথ ধাম তৈরীর কাজ করছেন। এই মন্দির তৈরী হলে দীঘার আকর্ষন বাড়বে পর্যটকদের কাছে। প্রসঙ্গত,গত দশ বছরে দীঘা অনেক বদলেছে। গত এক দশকে নানাভাবে সাজানো হয়েছে সৈকত সুন্দরীকে। এই মুহূর্তে রাজ্যের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হল দীঘা। আগামী দিনে দীঘাকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে রাজ্য। তারমধ্যে সি-প্লেন থেকে সপ্তাহে সাতদিন কলকাতা-দীঘা হেলিকপ্টার সার্ভিস সহ নানা পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন :- খবরের জেরে মেদিনীপুর সদরে আদিবাসী অধ্যুষিত গ্রামে পৌঁছাল পানীয় জল, শুরু হলো সাবমার্শিবলের কাজ
Digha Jagannath Temple
সেই তালিকায় জগন্নাথধাম সংস্কৃতি কেন্দ্র উল্লেখযোগ্য। বুধবারই দীঘার পদ্মপুকুরে সাড়ে তিন একর জমির উপর ২কোটি টাকা ব্যয়ে বায়ো ডাইভারসিটি পার্কের কাজের শুভ সূচনা হয়েছে। ন্যায়কালী মন্দিরকে ঘিরে কয়েক কোটি টাকা ব্যয়ে সৌন্দর্যায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। আগামী দিনে দীঘা এক-দু’দিনের পরিবর্তে তিন-চারদিনের ঘুরে বেড়ানোর পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। আর সেই মতো ইতিমধ্যে মন্দিরের প্রতিস্থাপন সম্পন্ন হয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Digha Jagannath Temple
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore